আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১,অন্তরের গীবত কি জিনিস? কেউ মনে মনে বাজে বললে,বা কেউ শোনেনা মত আওয়াজে বললে কি গীবত হবে/
২,অনেক সময় মাথায় কুফুরি চিন্তা আসত।আমি এটাকে শয়তানের চক্রান্ত বলেই উড়ে দেই। কিন্ত্য মাঝে মাঝে নিজে নিযে ভাবি,'আচ্ছা আমার কুফুরি চিন্তা ছিল? তার পর সেটা মনে করি,বেশ কিছুক্ষণ ধরে সেসব মনে মনে ভাবি'। অবশ্যি আমি জানি এসব কুফুরি চিন্তা,অবশ্যি একজন মুসলিমকে মুরতাদ বানাবে,এবং এসব চিন্তার সময় মনে মনে কেমন কেমন লাগে খানিকটা। তবু জানতে চাই এসব কি ওয়াসোয়াসা না কুফুরি চিন্তার দরুন পাপ হবে?
৩,মনে মনে ইচ্ছা করে কেউ শির্ক অথবা কুফুরি কথা বললে সে কি কাফির হবে?