ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
যে সমস্ত কাজে সাধারণত দু'হাত ব্যবহৃত হয়,সেটাকে আ'মলে কাছির বলে,যেমন লুঙ্গী বাঁধা ও পাগড়ী বাঁধা।ঐ সমস্ত কাজ যদি একহাত দ্বারাও করা হয় তবে ও তা আ'মলে কাসির বলে গণ্য হবে।
এবং যেই সমস্ত কাজ সাধারণত একহাত দ্বারা করা হয়,সেই সমস্ত কাজকে যদি তখন দুই হাত দ্বারাও করা হয়, তবে তাকে আ'মলে কাছির বলা যাবে না বরং তাকে আ'মলে ক্বালিল-ই বলা হবে, যতক্ষণ না তা তিন হরকত পরিমাণ হয়।যেমন লুঙ্গী খোলা,ও টুপি পরিধান করা,ইত্যাদি।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১)নামাজে মুসল্লী যদি দুই হাতে কাপড় ঠিক করে (যেমন সেজদা থেকে উঠে দুই হাত দিয়ে পাঞ্জাবি ঠিক করল) তবে নামাজ হয়ে যাবে।
(২)কেউ যদি নামাজে এক হাত দিয়ে অন্য হাত চুলকায় তাহলে দুই হাত ব্যবহার হয়েছে ধরা হবে না। বরং ধরে নেয়া হবে যে, এক হাতই ব্যবহার করা হয়েছে। একহাত দ্বারা একই রুকুনে তিনবার বা তিনের অধিক চুলকালে নামায ফাসিদ হয়ে যাবে।