ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রতিদিন নতুন নতুন ব্যবসা নতুন আঙ্গিকে আমাদের সামনে আসছে। অধিকাংশ এই নতুন ব্যবসার অনেক কিছুই আমাদের সামনে অদৃশ্যমান থাকে, তাই নিশ্চিত ভাবে কিছুই বলা সম্ভব হয়ে উঠে না। আপনার AI Robot গ্রাহকের হয়ে মাল বেচাকেনা করে তারপর লাভের একটি অংশ গ্রাহককে দান করে। এই ব্যবসা মুদারাবা ব্যবসার পর্যায়ে চলে যাবে।
একজনের টাকা এবং অপরজনের শ্রম, এরকম ব্যবসাকে শরীয়তে মুদারাবাহ ব্যবসা বলা হয়। মুদারবাহ ব্যবসা বৈধ। তবে শর্ত হল, পার্সেন্টিস হিসেবে চুক্তি হতে হবে।
পার্সেন্টিছ হিসেবে উভয় চুক্তিকারী নিজ নিজ হিসসায় যতটুকুর জন্য সম্মত হবে, তারা ততটুকুই মুনাফা পাবে। নির্দিষ্ট পরিমাণ টাকা বা বস্তুকে নির্দিষ্ট করা জায়েয হবে না।
قال صاحب الهداية: (وَمِنْ شَرْطِهَا أَنْ يَكُونَ الرِّبْحُ بَيْنَهُمَا مُشَاعًا لَا يَسْتَحِقُّ أَحَدُهُمَا دَرَاهِمَ مُسَمَّاةً) مِنْ الرِّبْحِ لِأَنَّ شَرْطَ ذَلِكَ يَقْطَعُ الشَّرِكَةَ بَيْنَهُمَا وَلَا بُدَّ مِنْهَا كَمَا فِي عَقْدِ الشَّرِكَةِ.(الهداية-3/226)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার গিগাম্যাক্স নামক ব্যবসার যে বিবরণ দিয়েছেন, সেখানে যদি অন্য কোনো হারাম না থাকে, তাহলে এটাকে নাজায়েয বলা যাবে না। সর্বোপরি সন্দেহমুলক জিনিষকে এড়িয়ে চলাই তাকওয়ার দাবী।