আমি কিছু কাজের ব্যস্ত থাকায় আমার স্ত্রীকে বলি আমার ফোন রিসিভ করতে। কিন্তু, সে রিসিভ না করে চলে যায়। এতে আমি অনেক রেগে যাই।
পরবর্তীতে আমি কল রিসিভি করি. যে কল দিসিলেন, তিনি আমার স্ত্রীকেই খুজতেসিলেন।
আমি ফোনে উনাকে বলি, "তার (স্ত্রীর) সাথে কথা বলতে হলে, তাকে (স্ত্রীকে ) ফোন দিতে"।
পরবরর্তীতে, আমি আমার স্ত্রীকে জানাই যে তাকে খুজতেসিল এবং যাতে তার সাথে আলাদাভাবে কথা বলে। এই কথাগুলো বলার সময় বা বলার আগে আমার তালাকের নিয়ত চলে আসে.
এমনকি এখন যে লেখতেসি প্রশ্ন , এখানে "আলাদাভাবে" শব্দটি লেখার সময় / আগেও তালাকের নিয়ত আসে প্রকটভাবে। এমতাবস্থায় কি তালাক হবে?