আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
168 views
in কুরবানী (Slaughtering) by (3 points)
edited by
কোরবানির গোস্তে অনেক সময় আল্লাহু লেখা আছে এমন দেখা যায়। এটার কারণ কি? আর এরকম অবস্থায় সে গোস্তের টুকরাটার কি করতে হয়? সম্প্রতি আমার পরিচিত একজনের বাসায় কোরবানির গোস্তে আল্লাহু লেখা পাওয়া গিয়েছে। এমতাবস্থায় তারা কি করবেন তা আমার নিকট জানতে চেয়েছেন।

1 Answer

0 votes
by (573,960 points)
জবাবঃ- 
বিসমিল্লাহির রহমানির রহিম 


হাদিস শরিফে এসেছে,

قَالَ: الْبَيْهَقِيُّ أَخْبَرَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ فِي ذِكْرِ مَنْصُورِ بْنِ عَمَّارٍ، أَنَّهُ أُوتِيَ الْحِكْمَةَ وَقِيلَ: إِنَّ سَبَبَ ذَلِكَ أَنَّهُ وَجَدَ رُقْعَةً فِي الطَّرِيقِ مَكْتُوبًا عَلَيْهَا بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ فَأَخَذَهَا فَلَمْ يَجِدْ لَهَا مَوْضِعًا فَأَكَلَهَا فَأُرِيَ فِيمَا يَرَى النَّائِمُ قَائِلًا يَقُولُ لَهُ: قَدْ فَتَحَ اللهُ عَلَيْكَ بَابُ الْحِكْمَةِ بِاحْتِرَامِكَ لِتِلْكَ الرُّقْعَةِ، وَكَانَ بَعْدَ ذَلِكَ يَتَكَلَّمُ بِالْحِكْمَةِ
 (شعب الإيمان للبيهقى، فصل فى تعظيم المصحف، دار الكتب العلمية بيروت-2/545/ رقم-2662، مكتبة الرشد للنشر، رقم- 2416)

‘ইমাম বাইহাকি (রহ.) বলেন, আমাকে মানসুর ইবনে আম্মার; যাকে ইলম-হেকমত দান করা হয়েছে- তাঁর সম্পর্কে আবু আব্দুর রহমান আস সুলামি সংবাদ দিয়েছেন যে, এর কারণ হল, তিনি বিসমিল্লাহ…লিখিত একটি কাগজের টুকরা রাস্তায় পেয়েছিলেন। তারপর হেফাজত করার উপযুক্ত স্থান না পেয়ে খেয়ে ফেললেন। তারপর রাতে তিনি স্বপ্নে দেখেন, জনৈক কথক তাঁকে বলছেন, আল্লাহ তাআলা ঐ কাগজের টুকরাকে সম্মান করার কারণে তোমার জন্য ইলম-হেকমতের দরজা খুলে দিয়েছেন। এরপর থেকে তিনি প্রজ্ঞার সঙ্গে কথা বলতেন।’ [শুয়াবুল ঈমান, হাদিস: ২৪৩৩]

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কুরবানীর গোশত হোক বা অন্য গোশত হোক, গোশতে আল্লাহর নাম লেখা আছে বলে আমরা মাঝেই বিভিন্ন সূত্রে জানতে পারি।

মূলত এটি আল্লাহর কুদরতের নিদর্শন 
এমতাবস্থায় সেই গোশত বরকতের নিয়তে খেয়ে ফেলতে হয়।
না খেয়ে তা সংরক্ষণ করা বা  নষ্ট করে ফেলা উচিৎ নয়।

ফাতওয়ার কিতাবে আছেঃ- 
গোশতে আল্লাহর নাম থাকলে উক্ত গোস্ত  ইত্যাদি খাওয়াতে কোন সমস্যা নেই। বরং বরকতের নিয়তে খুশি মনেই খাওয়া উচিত। [ফাতাওয়া কাসিমীয়া-২৪/৭৬]


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...