বিসমিহি তা'আলা
সমাধানঃ-
স্বামী কর্তৃক স্ত্রীকে বলা যে, 'আমি আর তোমাকে শাসন করবো না' এটাও এক জাতীয় শাসন।
ক্ষেত্রভেদে এ জাতীয় কথার প্রভাব অন্য কথার চেয়েও বেশী থাকে।এবং এমন কথা সাধারণত চুড়ান্ত পর্যায়ের চেষ্টার পরই বলা হয়ে থাকে।
তাই শাসনের নিয়তে এমনটা বলে থাকলে কোনো সমস্যা নেই।গোনাহ হবে না।
পরামর্শ প্রদাণে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.