আসসালামু আলাইকুম আমার কয়েকটি প্রশ্ন ছিল এর উপকৃত হবো।
‌১.‌
https://ifatwa.info/77962/ এই লিংকের ১। নং প্রশ্নে বলেছিলাম যে,‌
‌"লাইট- ফ্যান অপ্রয়োজনীয় চালু রাখা অপচয়। কিন্তু বাসায় লাইট ফ্যান বা টিভি আমি চালু করিনাই বরং পরিবারের অন্য সদস্যরা চালু করে রেখেছে অযথা এক্ষেত্রে আমি যদি অলসতাবশত এগুলো বন্ধ না করি তাহলে আমিও অপচয় করার গুণাহে সামিল হবো?"
এর উত্তরে বলেছিলেন যে, আমার গুণাহ হবে না। আমার প্রশ্ন হচ্ছে যে, অপ্রয়োজনীয় পানির কল চালু রাখাও কি এর অন্তর্ভুক্ত?
২.কোন কারণ ছাড়াই শুধুমাত্র এমনিতেই ভালো মন্দ খাওয়া বা পোশাক কিনার জন্য টাকা ধার করা যাবে এবং দোকান বা হোটেল থেকে এমনিতেই খাওয়ার জন্য খাবার (যেমন: চানাচুর, পুড়ি,সিঙ্গারা) ধার করা যাবে?
৩. আমি উপরোক্ত যে প্রশ্ন করেছি সেগুলো কি বিবিধ মাসআলা?