উস্তাদ এন্সার দিবেন ইন শাাা আল্লাহ। তবে এটা আসলে ফতোয়ার চেয়েও সমাধান বের করাটা বেশি গুরুত্বপূর্ণ তাই আমার এক্সপেরিয়েন্স শেয়ার করছি।
আমি ছোট বেলা থেকেই যতোটুকু পারতাম দ্বীন মানার চেষ্টা করতাম। ২০ সালের দিকে, তখন আমি তাহাজ্জুদেও রেগুলার ছিলাম ইভেন নফল রোজাও রাখতাম এবং প্রচুর দ্বীনি কিতাবাদী পড়তাম। কিন্তু সেই সময় হঠাৎ নাস্তিক ও ইসলাম বিদ্বেষীদের লেকচার শুনতে থাকি তাদেরকে জবাব দেয়ার নিয়্যাতে। ছোট বেলা থেকেই ডিবেটে ভালো ছিলাম তাই। তবে তখন খেয়াল করলাম আমারও আপনার মতো সেইম অবস্থা, একেবারে সেইম। ঠিক করার জন্য "প্যারাডক্সিকাল সাজিদ" পড়লাম। এটা আরো বেশি কনফিউজড করে দিলো।
তাহাজ্জুদ সহ সকল আমলে কান্নাকাটি করতাম এবং হেদায়েতের জন্য দোয়া করতাম। তখন বাড়িতে গেলে আমার দ্বীনদার বড় ভাই আসিফ আদনান ভাই, শক্তি ভাই ও ইফতেখার সিফাত ভাইয়ের আইডি দিলেন। আলহামদু লিল্লাহ তাদের পোস্টগুলো রেগুলার পড়াতে সব ঠিক হয়ে গেলো, হ্যাঁ একেবারে সব ঠিক হয়ে গেছে। তাই আমি আপনাকে তিনটা জিনিস প্রেফার করবঃ
১. Asif Adnan, Amiruzzaman Shamsul Arefin Shakti, Iftekhar Sifat ভাইদের ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। উনাদের পোস্টগুলো পড়তে পারেন। আগে যেসব পোস্ট করা হয়েছিলো সেগুলোও।
২. "হিউম্যান বিয়িং শতাব্দীর বুদ্ধিবৃত্তিক লড়াই" "চিন্তাপরাধ" সহ ইফতেখার সিফাত ও আসিফ আদনান ভাইয়ের ভালো কিছু বই আছে, সেগুলো পড়তে পারেন। এ ক্ষেত্রে খুবই কাজে দেয়।
৩. হক্কানী কোনো আলিমের সোহবত।