আসসালামু আলাইকুম
আমি লন্ডনে থাকি আমার স্বামীর সাথে। এখানে আমার আপনজন আর কেউ নাই। আমরা একটা বাসায় একটা রুম ভাড়া নিয়ে থাকি যেখানে বাথরুমও শেয়ার করতে হয়। বাড়িওয়ালা লোকটা মাঝবয়সী,উনাদের একটা ২৭/২৮ বছরের ছেলে আছে।
আমাদের রুমটাতে দরজায় কোনো লক নাই এমনকি একটা সিম্পল হুকও নাই। বিদেশে নাকি এমনই। বাথরুমও ঐ ইয়ং ছেলেটার সাথে শেয়ার করতে হয়। যেহেতু এখানে ভাড়া অত্যধিক। আমরা আলাদা বাসা এফোর্ড করতে পারছিনা।
এমতাবস্থায় আমার স্বামী আমাকে একা রেখে অন্য একটা দেশে বন্ধুদের সাথে ১ সপ্তাহের জন্য ঘুরতে যাচ্ছে। আমি তাকে যখন বললাম যে এখানে আমার কোনো মাহরাম নাই এমনকি মা বোনও কেউ নাই। আর যেখানে থাকি রুমে একটা লকও নাই আমি কিভাবে থাকব। সে আমাকে বললো যেন আমি কোনো হুজুর থেকে রেফারেন্স এনে দেখাই যে আমাকে এরকম একা রাখা তার ঠিক হবে না।
আমি জানতে চাই ইসলাম কি বলে আমার এই পরিস্থিতিতে?? আল্লাহই তো মেয়েদের এভাবে দুর্বল করে সৃষ্টি করেছেন। মাহরামদের উপর নির্ভরশীল করেছেন। আল্লাহ কি বলেছেন আমার এই পরিস্থিতি নিয়ে??
আমার স্বামী আমাকে বলছে, তাই বলে কি তোমাকে একা রেখে আমি কোথাও যেতে পারব না? আমার স্বামী ইসলাম নিয়ে অনেক পড়াশোনা করেন। উনি আমাকে অনেক যুক্তি দেখান ইসলাম থেকে। যদিও ম্যাক্সিমাম যুক্তি ঘটনার সাথে মিলেও না। কিন্তু আমার জ্ঞান কম তাই আমি কিছু বলতে পারিনা।