এক আপু ১ সপ্তাহ আগে সন্তান জন্ম দেন, বাবুটা ৮ মাস গর্ভে ছিলো, যার ফলে শরীর গঠনটা পরিপূর্ণ ভাবে হয় নি।
যার জন্য বাবুকে ICU তে রাখা হয়েছে, মাঝে মাঝে বাবুর হৃৎপিণ্ড পাম্প করা বন্ধ হয়ে যাচ্ছে। ডাক্তারাও নিশ্চয়তা দিতে পারছেন না যে বাবুটা সুস্থ হয়ে উঠবে।
এই ১ সপ্তাহে বাবুর জন্য বিল হয়েছে প্রায় ১ লাখ টাকা, যা তার পরিবারের জন্য বহন করা কষ্টসাধ্য, ধার দেনা করে পরিশোধ করতে হবে।
তারা যদি বাবুকে আরো ১- দেড় মাস ICU তে রাখে তাহলে তাদের বিল আসবে প্রায় ১০ লাখ। কিন্তু এতেও কোন আস্থা বা নিশ্চয়তা নেই যে বাবুটা সুস্থ হয়ে উঠবে।
আর পারিবারিক অবস্থাও তেমন ভালো না, যার ফলে সেই পরিমান টাকা পরিশোধ করা পরিবারের জন্য চরম কঠিন হয়ে পরবে।
কেননা এই ৭ দিনের বিল ১ লাখ টা পরিশোধ করতেই হিমসিম খেয়ে যাবে তারা।
তো এই অবস্থায় কি তারা, তাদের বাবুকে হাসপাতাল থেকে রিলিস করে নিয়ে আসতে পারবে। যদিও রিলিস করে নিয়ে আসলে বাবুর মারা যাওয়ার সম্ভাবনা বেশি।
বাবুকে এই অবস্থায় বের করে নিয়ে আসলে যদি বাবুটা মারা যায়, তাহলে, এজন্য কি পরিবারকে আল্লাহ সম্মুখীন হতে হবে? তারা কি অপরাধী হবে?
এই সময় তাদের করনীয় কি।
আপনারা বের করার অনুমতি দিলে আজকেই বাবুকে রিলিস করে নিয়ে আসবে।
ইন শা আল্লাহ একটু দ্রুত জানাবেন, মুহতারাম।
জাযাকাল্লাহ খইরন।