আসসালামু আলাইকুম,,
আমার মা দু-দিন আগে ইন্তিকাল করেছেন। অনেকেই আমাকে বলছে এই সূরা এতবার পড় উনার কবরের আযাব মাফ হবে, উনার জান্নাত নসীব হবে ইত্যাদি।
আমার জিজ্ঞাসা প্রিয়নবী মুহাম্মদ (সাঃ) থেকে এমন কোন হাদিস বর্ণিত আছে কি যেখানে মৃত ব্যাক্তির রুহের মাগফিরাতের জন্য নির্দিষ্ট সূরা নির্দিষ্ট সংখ্যায় পড়তে হবে?
কবরের সামনে দাড়িয়ে কুরআনুল কারীম পড়ার বিশেষ কোন ফজিলত আছে কি কিংবা কোন নির্দিষ্ট সূরা আছে কি যা তিলাওয়াতের মাধ্যমে মৃত ব্যাক্তির রুহের মাগফিরাত কামনা করা যায়।?
সেই সাথে কবরের সামনে দাড়িয়ে কবর জিয়ারতের সুন্না্হ সম্মত কি কি আমল রয়েছে?
এ বছর উনি রোজা রাখতে পারেননি, অনেক সালাত আদায়ও ছুটে গেছে অসুস্থতার কারণে, সেক্ষেত্রে এসব আদায়ের হুকুম কী?
এছাড়াও আমি আমার মায়ের জন্য কি আমল করতে পারি যাতে উনার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌছাবে, উনার ছোট-বড় গুনাহ মাফ হবে এবং আল্লহ জান্নাতুল ফিরদাউস প্রদান করবেন।
বারাকাল্লহু ফিক।।