বাস-ট্র‍্যাকের সংঘর্ষে এক্সিডেন্টের স্বীকার হই। ডান হাঁটুতে আঘাত লাগে। ১০ দিন পার হল। বর্তমান হালত হল-
হাঁটতে পারছি,ভিতরে যন্ত্রণা মাথাচাড়া দিয়ে উঠে মাঝেমাঝে, ওঠবস করতে গেলে ব্যথা লাগছে। আর হাঁটুর উপর ভর দিতে পারছি না অনেক ব্যথা লাগছে।
নামায পড়তে গেলে কিয়াম পারছি,রুকু ও পারছি( দুই পা সোজা করে পারছি না,বাম পায়ের উপর ভর দিয়ে ডান পা হালকা বাঁকা করে থাকা লাগছে)
কিন্তু সিজদাহ্ দিতে নামতে পারছি না কারণ হাঁটুর উপর ভর দিতে পারছি না,
এখন আমি কীভাবে নামায পড়ব?
আমি দাঁড়িয়ে কিয়াম আর রুকু করে শুধু সিজদাহর সময়টা আর শেষ বৈঠকের সময়টা চেয়ারে/খাটে বসে আদায় করে নিচ্ছি,তারপর আবার দাঁড়িয়ে কিয়াম রুকু করছি,এটা কি সহিহ হচ্ছে?
ভুল হলে সঠিক পদ্ধতি কী?