ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)স্বামী যদি তার স্ত্রীকে বলে "যদি কোনো অঘটন ঘটে তাহলে তোকে আমার ঘরে রাখবো না" এটা বললে শর্তযুক্ত তালাক হবে না।হ্যা, ঘরে রাখবো না দ্বারা তালাক উদ্দেশ্য নিলে তখন কিন্তু তালাক হবে।
(২)তালাকের অধিকার প্রাপ্ত কোন মহিলা যদি বলে "যদি ওটা করে তাহলে ভেঙ্গে যাবে" এটা বললে কোনো শর্তযুক্ত তালাক হবেনা।যদি তালাকের চিন্তা এসে যায় তাহলেও কোনো সমস্যা হবে না।
(৩)জ্বী, এরুপ ব্যক্তিকে ওয়াসওয়াসার রোগী বলা যাবে।
(৪)
৩ ও ৪ নং প্রশ্নের আলোকে উনি ওয়াসওয়াসার রোগী বলে গন্য হবেন।