আসসালমুআলাইকুম হুজুর,
১. হুজুর আমি জানতাম না সেই ভাবে বুঝতাম না । বন্ধু দের সামনে মাঝে মাঝে গুনহা প্রকাশ করে ফেলেছি। তার জন্য আমি খুবই দুঃখিত। হুজুর আমি ভুল করে প্রকাশ করেছি। হুজুর আমি আল্লাহ র কাছে সত্যিই ভীষণ ভাবে অনুতপ্ত।এবং তাওবা করেছি , হুজুর আমি কি মাফ পাবো?
****আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার সকল উম্মাত ক্ষমাপ্রাপ্তদের মধ্যে আছে; কিন্তু যে ব্যক্তি নিজের অপরাধ প্রকাশকারী, সে ক্ষমাপ্রাপ্তদের মধ্যে নয়। এটা কতই না লজ্জাহীনতার কাজ যে, লোক রাতে খারাপ কাজ করে, আর আল্লাহ তা‘আলা তার কুকর্ম গোপন করে রাখেন। অতঃপর সকাল হতেই লোকেদেরকে বলে ফেলে, হে অমুক! আমি রাতে এরূপ কাজ করেছি। আল্লাহ তা‘আলা রাতে তার দোষ ঢেকে ছিলেন, কিন্তু সকাল হতেই সে আল্লাহ তা‘আলার পর্দা উন্মুক্ত করে দিলো।
(সহীহ : বুখারী ৬০৬৯, মুসলিম ৫২-(২৯৯০), সহীহুল জামি‘ ৪৫১২, আল মু‘জামুস্ সগীর ৬৩২, আল মু‘জামুল আওসাত্ব ৪৪৯৮, আস্ সুনানুল কুবরা লিল বায়াহাক্বী ১৮০৫৪, শু‘আবুল ঈমান ৯৬৭৩।)
২. উপরুক্তো হাদীস দেখে আমার খুবই ভয় হয়ে যাচ্ছে । আমি তো গুনহা প্রকাশ করেছি , আমার খুবই ভুল হয়েছে, তাহলে কি আমি আমার প্রিয় নবী সাঃ এর ক্ষমাপ্রাপ্ত উম্মাত দের মধ্যে থাকবো না ? হুজুর আমার খুবই চিন্তা হচ্ছে হুজুর , আমি কি ক্ষমাপ্রাপ্ত দের মধ্যে থাকবো??
৩. তখন আমি বুঝতাম না নাম নেওয়ার জন্য হুজুর আমি বন্ধুদের কাছে গল্পঃ করতে করতে এমন এমন মিথ্যা কথা বলেছি , যে কাজ আমি কখনো করিনি। তাহলে কি সেই পাপ ও আমার হবে যে কাজ আমি করিনি????, বন্ধুদের সামনে এমনি বলেছি।
৪. হুজুর ifatwa তে প্রশ্ন করতে গিয়ে নিজের অনেক কিছু বলছি বা পাপের কথা ও বলেছি। তাহলে কি আমার এই পাপের ক্ষমা হবে না ?
৫. স্ত্রীর সামনে পাপের কথা বলেছি , দিয়ে স্ত্রী কে বলেছি তুমি আল্লাহর কাছে আমার জন্য দুয়া করো। স্ত্রীর সামনে পাপের কথা বলেছি এর জন্য কি ক্ষমা পাবো না?
৬. হুজুর একটা বিষয় জানতে চাই,
লোক দেখানো এবাদত করা বা আমল করা কেই কি রিয়া বলে??
৭. হুজুর এই খানে যখন প্রশ্ন করছিলাম তখন মনে মনে এমন ভাবনা হলো আল্লাহ আমাকে ইনশাল্লাহ মাফ করবেন। এই রকম মনে হলো দিয়ে একটু মনে মনে আনন্দ হলো এর জন্য কি রিয়া হবে?
৮. হুজুর আমি যখন রিয়া সম্পর্কে জানতাম না, বুঝতাম না । তখন একবার আমি মনে মনে ভাবছিলাম নামাজ পড়লে সবাই ভালো বলবে এই রকম ভাবনা এসেছিল, বা লোক দেখিয়ে অজু করতাম । এই টা কি রিয়া হয়েছে,?
৮.১ হুজুর রিয়া যদি হয়ে থাকে তাহলে তওবা করে আল্লাহর কাছে , মাফ চেয়ে নিলে কি ক্ষমা হবে ??আমি তখন রিয়া সম্পর্কে জানতাম না ?
৮.২ হুজুর রিয়া হলে কি ঈমান চলে যায়? এই রিয়া টা আমার বিয়ের অনেক বছর আগের ঘটনা হুজুর আমার বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো?
হুজুর রিয়া হলে কি বৈবাহিক সম্পর্ক ভেঙে জাই?
৯. মায়ের মুখের কোনো এটো খাবার ( মানে মায়ের খাওয়া কোনো খাবার এর অংশ) খেলে কি হুরমত হবে?
১০. হুজুর আমার যখন বয়স ১৩ কি ১৪ হবে , তখন স্কুল এর একটা ছেলের সঙ্গে মনে হয় ঝগড়া হয়েছিল দিয়ে আমি শিক্ষকের সামনে ওই ছেলে কে মিথ্যা দোষ দিয়েছিলাম। দিয়ে তাই নিয়ে শিক্ষক এর সামনে তর্ক বিতর্ক হচ্ছিলো , দিয়ে হটাৎ সেই দোষ টা ও শিক্ষক এর সামনে সেই ছেলেটা স্বীকার করে নিয়েছে। দিয়ে শিক্ষক তাকে মেরেছে। হুজুর আমি এখন আল্লাহর কাছে মাফ চেয়েছি। তাওবা করেছি। অনেক বছর হয়েছে সেই ছেলে কে এখন খুঁজে পাবনা। ১৩ বছর হয়ে গেল। হুজুর আমি আল্লাহর কাছে মাফ পাবো তো? আমার খুব আফসোস হচ্ছে ছোটো ছিলাম অত বুদ্ধি ছিল না আমার এখন কি করবো? আমি আল্লাহর কাছে মাফ পাবো তো?
১১.হুজুর এই ঘটনা টা বললাম এর জন্য এইটা আবার গুনহা প্রকাশ হয়ে গেলনা তো? আমি করণীয় কি তাই জানার জন্য প্রশ্ন করেছি।
১২. হুজুর ইচ্ছা করে মনে মনে তালাক বললে বা দিলে কি তালাক হবে?
১৩। হুজুর এইখানে তালাক কথাটা লিখতে হয়েছে এর জন্য কি কোনো তালাক হবে?
১৪. যখন তা* এই কথা টা লিখছিলাম তখন শয়তানের ওয়াসওয়াসা তে মনে হচ্ছে সত্যি সত্যি লিখছি তাই মনে হচ্ছে সবই শয়তানের ওয়াসওয়াসা। এর জন্য কোনো তালাক হবে না তো? আমার বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো হুজুর?