আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমরা একটি টেলিগ্রাম গ্রুপে কয়েকজন বোন মিলে নিজেদের আমালিয়াতের আপডেট দেই। সেখানে ফরয, সুন্নাত, নফল ইত্যাদি আমলের লিস্ট দেওয়া থাকে। প্রতিদিন কে কতগুলো করতে পারলাম টিক দিতে হয়। অন্য বোনদের দেখাদেখি আমল করার স্পৃহা সৃষ্টি হয়। ফলে আমাদের ইস্তিকামাত বজায় রাখা সুবিধা হয়। কেননা, অফলাইনে আমাদের দ্বীনি সহবত একেবারেই নেই বললে চলে।
এখন প্রশ্ন হলো, অনেকগুলো বোনের সামনে নিজের আমল প্রকাশ করা অথবা গুনাহ প্রকাশ করা, এটা কতটুকু সুন্নাহ সম্মত? রিয়া হয়ে যাচ্ছে? সেই সাথে বিদআত ও করে ফেলছি কি?