১/ টাকাতে নাপাকি লাগলে পবিত্র করনের নিয়ম কি? আমি যদি টেপের পানিতে সামান্য ভিজিয়ে ধৌত করে নি সেটা কি পবিত্র হবে? অনেক সময় টাকা অপবিত্র থাকার পর শুকিয়ে গেলে পকেটে রাখলে ঘামে ভিজে যাওয়ার সম্ভবনা থাকে।
২/ আমি যদি নাপাকি নিয়ে সন্দেহে থাকি যে, সেটা এক দিরহামের চাইতে বেশি কিনা নিশ্চিত হতে না পারলে, কোনটা ধরব? উল্লেখ্য ধৌত করতে গেলে ওয়াসওয়াসা বেড়ে যায়।তাহলে কোনটার উপর আমল করব?