আসসালামু 'আলাইকুম
উস্তায
আমি চেনা পরিচিত অনেকেই বলছেন বা বলেন বা যারা দ্বীনের দাঈ (যারা কওমি/আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট ছিলেন) - পর্দাশীল যারা জেনারেল স্টুডেন্ট, ভবিষ্যতে ডাক্তার/ইঞ্জিনিয়ার বা উচ্চশিক্ষিত হয়ে এমন কিছুতে জড়াতে চায়/নিজেদের আয়ের সোর্স তৈরি করতে চায় (যা অবশ্যই হালাল) কিন্তু ক্ষেত্রবিশেষে তাদের পর্দা‌লঙ্ঘন করার মতো সম্ভাবনা রাখে, ফ্রি মিক্সিং এ জড়ানো লাগতে পারে, নন-মাহরাম পুরূষদের সাথে কথা বলাও লাগতে পারে ইত্যাদি এমন কাজ যা উম্মুল মু'মিনিনদের জীবনাদর্শ, আল্লাহর বিধান ও রাসূল (সাঃ) এর আদেশ-নিষেধের সাথে সাংঘর্ষিক , সাহাবায়ে কেরামেল আদর্শের প্রতি সাংঘর্ষিক
যে নারীরা দ্বীন মেনে চলতে চায়, তাদের জন্য জেনারেলে পড়াশোনা করে বা ডাক্তার/ইঞ্জিনিয়ার বা উচ্চশিক্ষিত হওয়ার কারণে পর্দা‌‌র সাথে চলা ইত্যাদি কঠিন বা উপর্যুক্ত কারণ দেখা দেয়...
এমতাবস্থায় যেসব নারীরা দ্বীন পালন করতে চায়, তাদের জন্য জেনারেলে উচ্চশিক্ষিত হয়ে, পর্দার সাথে চলা খুব কঠিন, তাদের উচিত মাদ্রাসায় পড়া
তাহলে, একটা গণ্ডির মধ্যে থাকতে পারবে, যেখানে দ্বীন মেনে চলতে পারবে...
কিন্তু, উস্তায
অনেকের পরিবার তো ইসলামিক মাইন্ডের না , কিন্তু ঐসব বোন তো বহু বছর যাবত প্র্যাক্টিস করে যাচ্ছেন
স্কুল-কলেজের গণ্ডি পার হয়ে ভার্সিটিতে/মেডিকেল কলেজ/ইঞ্জিনিয়ারিং কলেজে যাচ্ছেন
তাদের জন্য পর্দা রক্ষা করে চলা কঠিন হয়ে যায় ,তবুও চেষ্টা করে যাচ্ছেন । এমন অনেকের ইচ্ছা দ্বীন‌‌ নিয়ে জীবন চলানোর সাথে ভবিষ্যতে উচ্চশিক্ষিত হওয়া
কিন্তু, নিজ পরিবার বা স্বামী ও তার পরিবারের অনিচ্ছায় তা করতে পারছেন না । মাদ্রাসায় পড়া অপছন্দ করেন , এমনটাও না ।‌কিন্তু জেনারেলে চান উচ্চশিক্ষিত হতে + সাথে যথাসম্ভব দ্বীনি ব্যাপারে জ্ঞানার্জন করতে । তবে স্বামী/তার পরিবার যদি মনে করেন সন্তানাদি বা পরিবারকে সময় না দেয়া , সংসার না সামলানো , চরিত্রের ঠিক না থাকা , অবাধ মেলামেশা , তালাক্ব হওয়ার ভীতি ইত্যাদি কারণে যদি উচ্চশিক্ষা গ্রহণে নাকোচ করা হয়, এমতাবস্থায় কি কোনো মাসআলা আছে?
(হয়তো , গুছিয়ে কিছুই বলতে পারিনি, এর জন্য দুঃখিত)