ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আল্লাহ তা'আলা বলেন,
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা মায়েদা-০২)
ওয়াইফাই এর মাধ্যমে যদি কেউ নেকির কাজ করে,তাহলে ওয়াইফাই এর মালিক এজন্য সওয়াব পাবে।আর যদি কেউ গোনাহের কাজ করে,তাহলে ওয়াইফাই এর মালিক এজন্য গোনাহের অংশীদারও হবে।সুতরাং কারো ব্যাপারে যদি অনুমেয় হয় যে,সে গোনাহের কাজে লিপ্ত হতে পারে বা গোনাহের কাজ করবে,তাহলে এমন ব্যক্তির কে ওয়াইফাই দেয়া যাবে না।দিলে অবশ্যই গোনাহের অংশীদার হতে হবে।এজন্য যদি আত্মীয়তার সম্পর্কে চির ধরার সম্ভাবনা থাকে,তাহলেও কোনো সমস্যা নাই।এক্ষেত্রে কোনো গোনাহ হবে না।
যদি পরিবারের কাউকে কানেকশন দিয়ে দেয়া হয়,এবং তাকে তাকে ব্লক করলে পারিবারিক অশান্তি শুরুর আশংকা করা হয়, তাহলে তাদেরকে সতর্ক করা হবে।সতর্ক করার পরও যদি তারা গোনাহে লিপ্ত হয়, তাহলে ওয়াইফাই কানেকশন দেওয়ার কারণে এক্ষেত্রে আপনার কোনো গোনাহ হবে না।