আসসালামু আলাইকুম উস্তাজ।
আমার উপর ক্বুরবানী ওয়াজিব।
আমরা ৬ জন ২০ হাজার টাকা দিয়ে মোট ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে ক্বুরবানী করার নিয়ত করেছিলাম।কিন্তু গরুর দাম পড়েছে ১ লাখ ৩০ হাজার, গরু জবাই সংক্রান্ত কাজে আরো ২০ হাজার যাবে... মোট খরচ হবে ১ লাখ ৫০ হাজার।
এমন অবস্থায় আমাদের সবার ২৫ হাজার করে পড়বে ভাগে... কিন্তু আমার বাবা ( তিনিও আমাদের ক্বুরবানীর সাথে আলাদা শরীক) বলছেন যে, আমার ভাগের যে নতুন করে এক্সট্রা ৫ হাজার লাগবে, সেটা তিনি দিয়ে দিবেন...
এভাবে কি আমার ক্বুরবানী হবে?
মানে সবাই ২৫ হাজার করে দিবে ( ৫ জন)
আমি একা ২০ হাজার... ( আমার ভাগের ৫ হাজার বাবা দিবেন নিজের পক্ষ থেকে)
এভাবে আমার ক্বুরবানী হবে কিনা একটু জানাবেন উস্তাদ।
জাযাকাল্লাহ খইর।