শাইখ, আসসালামু আলাইকুম। আমি একজন ইউজার ইন্টারফের ডিজাইনার। (ডিজাইন করি, কোড করি না) বিভিন্ন ওয়েবসাইট, এপস আমি ডিজাইন করি। আমার কাছে একটি কাজ এসেছে, কাজটি হলো -
একটা ওয়েবসাইট ডিজাইন করে দিতে হবে, যা হবে ঠিক ইউটিউবের মত। ইউটিউবে যেমন এড দেখায়, সেই ওয়েবসাইটেও এড দেখাবে। এই এড প্রচার মাধ্যমে কোম্পানির যেমন লাভ হবে (যাদের এড তারা তো এক কোম্পানিকে টাকা দিবে এই জন্য যে কোম্পানি যেন তাদের এড এই ওয়েবসাইটে শো করে), তেমন এই এড দেখার মাধ্যমে ইউজার পয়েন্ট পাবে। পরে এই পয়েন্ট দিয়ে সে ওই কোম্পানিরই নিজেস্ব ই-কমার্স শপ থেকে এটা সেটা কিনতে পারবে (তাদের শপে তারা হালাল জিনিষের পাশাপাশি মদও বিক্রি করে, এবং এই পয়েন্ট দিয়ে এই ই-কমার্স ছাড়া অন্য কোথায় সে কিছু কিনতে পারবে না)। আমার প্রশ্ন হলো, ইউটিউবের মত এই ওয়েবসাইট ডিজাইন করে দেয়া যাবে কিনা ? কারণ এরা এখানে এড দেখাবে, হালাল-হারাম সব কিছুরই হতে পারে, (আমি এড এ কোনদিন কিছু হালাল খুজে পাইনি, ২/১ টা ইসলামিক এড ছাড়া), মিউজিক, মহিলা এগুলো তো এডে থাকেই, এখানেও থাকবে বলেই ধারণা করি। আবার মাথায় আসছে, আমি কাজ করে দিব আমার মত। আপনার ফাতওয়ার উপরে আমাদের সিদ্ধান্ত। মেহেরবানি করে যদি একদম ক্লিয়ার করে দিতেন শাইখ ?