১)জেনারেল পড়ুয়া,যারা আকিদা,মাজহাব বা মানহাজের মতপার্থক্যের ব্যাপারে খুব বেশি জানে না,তাদের জন্য নিজ মাজহাব ছাড়া অন্য মাজহাব, মানহাজ বা আকিদার প্রতিষ্ঠানে পড়ালেখা করা কি উচিত?
২)কোন বিষয় গুলো পড়া যেতে পারে আর কোনগুলো পড়া উচিত না?
৩)আমার এক আত্মীয় ব্যাংকে চাকরি করে।ঐ ব্যাংকে সুদের লেনদেন হয় কি না,উনি সেখানে কি কাজ করেন,উনার বেতনের টাকায় সুদের অংশ আছে কি না ইত্যাদি কিছুই জানি না।উনাদের ঘরের কিছু খাওয়া কি জায়েয হবে?
৪)নামাজে সুরা ফাতিহার পর অন্য সুরা নাপড়েই কেউ রুকুর জন্য তাকবির বলার পর বা তাকবির বলে হাত ছেড়ে দেওয়ার পর রুকুতে যায়নি দাঁড়িয়েই আছে এমন অবস্থায় কিরাতের কথা মনে পড়লে কি করণীয়?