আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ
উস্তাদ, আমার স্বামী মাসে ২২ হাজার টাকার একটি চাকুরি করে, আমাদের বাসা ভাড়া ও খরচ মাসে আরও অনেক বেশি। আমরা তাই ছোট একটি ব্যবসা শুরু করি তিন মাস আগে। মানুষের কাছে নির্ধারিত সময়ের জন্যে টুকটাক কিছু ধার নেয়া আছে। আগামী মাসে বড় অংকের টাকা আসবে, সেটা থেকে ধার শোধ করবো ইনশাআল্লাহ।
বিজনেস আল্লাহর রহমতে ভালো চলতেসে। কিন্তু কোন টাকা জমা নেই। সব পুঁজিতে, গতকালও ৩০ হাজার টাকা বাকি রেখে প্রোডাক্ট আনা হয়েছে। ঘরে দেড় লাখ টাকার প্রোডাক্ট আছে কিন্তু হাতে টাকা নাই।
(১) এমতাবস্থায় আমাদের উপর কুরবানি কি ওয়াজিব হবে?
অথবা, আগামী মাসের বেতন আমার হাজব্যান্ড আজ পাবেন৷ ২২ হাজার টাকা। দুইজন কর্মীর বেতন দিয়ে ১১ হাজার থাকবে। বাকিতে আনা প্রোডাক্ট ফিরিয়ে দিয়ে কিছু টাকা আলাদা করে কুরবানি দিতে পারলে কি তা ওয়াজিব হবে? (প্রোডাক্ট আমরা না আনলে অন্য কেউ নিয়ে নিবে)
আমরা ভীষণ চিন্তিত। এমনিতে ইচ্ছে আছে ঈদের এক দিন আগ পর্যন্ত যা সেল হবে, তা থেকে টাকা আলাদা করে একটা ছাগল কিনে হলেও কুরবানি দেয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। আমরা মাসা'আলা টা জানতে চাচ্ছি৷ বা এমতাবস্থায় ব্যবসায়ীক ক্ষেত্রে কি করণীয়?