আসসালামুয়ালাইকুম,
কোরবানির মাংসের ৩ টা ভাগ করা হয়ে থাকে। ১ টা নিজের, ১ টা আত্নীয় স্বজনের, ১ টা গরীব-মিসকীন বা অভাবী মানুষদের। এটা কি কোরআন হাদিস দ্বারা প্রমানিত?
আর কারো অবস্থা যদি এমন হয় যে মাংসটুকু তার পরিবারের ই প্রয়োজন সেক্ষেত্রে কি সে নিজে এটা রেখে খেতে পারবে? পারলে এর পরিমানটা কতটুকু। উদাহরন স্বরুপঃ
পরিস্থিতি- ১। ১ টা খাসি কুরবানি করা হল। পরিবারে সদস্য সংখ্যা ৮/১০ জন বা আরও বেশি। এখন এই পরিমান মাংস তাদের সর্বোচ্চ ২/৩ দিনের ভিতর শেষ হয়ে যাবে বা তাদের ই লাগবে।
পরিস্থিতি- ২। এই পরিবারে সচরাচর মাংস কিনে খাওয়া হয়না। শুধু মাত্র কোরবানির সময় ই তারা মাংস খেতে পারেন। এমতাবস্থায় তারা কি কয়েকমাস ফ্রিজিং করে এটা খেতে পারবেন?
মোট কথা যদি নিজেরা মাংস খেতে পারে তাহলে এর জন্য কোন শর্ত আছে কিনা? যেমন মাংসের পরিমান যদি নিজ পরিবারের জন্য ১ সপ্তাহের প্রয়োজন মিটাতে পারে তাহলে কাউকে আর দিতে হবে না। এর বেশি হলে গরীব দুঃখীদের দিতে হবে। এখানে ১ সপ্তাহ উদাহরন হিসেবে বুঝানো হয়েছে। বিষয়টা একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলবেন মেহেরবানি করে।