আমার কিছু নিকট আত্মীয় আছেন, যারা সর্বদা আমাদের খারাপ চায় কিংবা আমাদের ভালো তাদের সহ্য হয় না, আমার বড় বোনের বিয়ের সময় তারা অনেক ঈর্ষা প্রদর্শন করেন, তো তাদের নিয়ত ছিল তাদের মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেওয়া বড়লোক দেখে বিয়ে দেওয়া, যেটা তারা করেন ও, কিন্তু এখন তাদের মেয়ের শ্বশুর বাড়ির তরফ থেকে নানান আর্থিক আবদার করতে দেখা যাচ্ছে, মূলত তারা অনেক বড়াই করেছে যে তাদের জামাই এমন ওমন, কিন্তু এখন ঠিক ই শ্বশুর বাড়ির লোকেরা অনেক কিছু চায়, এমন কথা শুনে আমি বলে উঠি "ঠিকই আছে যে যেমন পায় ও তেমন, বেশি বড়াই করতো দেখেই এমন হয়েছে" এই কথা শুনে আমার কাছের একজন আপত্তি করেন যে আমি কেনো তাদের ব্যাপারে এমন বলেছি, এমন না যে আমি তাদের খারাপ চাই,কিন্তু আমি এই কথা এইজন্য বলেছি যে আমার মনে হয়েছে এটাই আল্লাহর ইনসাফ, এখানে কি আমি এমন মনে করার জন্য গুনাহগার, নাকি একজন মুমিন হিসেবে আমার মনে করো প্রতি এধরনের চিন্তা আসা ঠিক না,