ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
হাদীস শরীফে এসেছেঃ-
حَدَّثَنَا هَارُونُ بْنُ حَيَّانَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنْبَأَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لاَ تَذْبَحُوا إِلاَّ مُسِنَّةً إِلاَّ أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْنِ "
জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা (কোরবানীতে) মুসিন্না (পূর্ণ বয়স্ক) ছাড়া যবেহ করো না। কিন্তু তা সংগ্রহ করা তোমাদের জন্য কষ্টসাধ্য হলে ছয় মাস বয়সের মেষ-ভেড়া যবেহ করো।
(মুসলিম ১৯৬৩, নাসায়ী ৪৩৭৮, আবূ দাউদ ২৭৯৭, ইবনে মাজাহ ৩১৪১. আহমাদ ১৩৯৩৮, ১৪০৯৩, যইফাহ ১/৯১-৯৩, ইরওয়া ১১৪৫, যইফ আল-জামি' ৬২০৯।)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এক্ষেত্রে বিক্রেতা মুসলিম হলে তার উপর নির্ভর করে এমন গরু কুরবানী দেওয়া যাবে।
তবে এক্ষেত্রে বিক্রেতাদের মধ্যে কমপক্ষে ২ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ এর সাক্ষ্য নিবেন।
(০২)
যাদের সামর্থ আছে, তারা একটি কুরবানী রাসূল সাঃ এর নামে দিবে। এটি উত্তম।
হাদীস শরীফে এসেছেঃ-
عَنْ حَنَشٍ، قَالَ: رَأَيْتُ عَلِيًّا يُضَحِّي بِكَبْشَيْنِ فَقُلْتُ لَهُ: مَا هَذَا؟ فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصَانِي أَنْ أُضَحِّيَ عَنْهُ فَأَنَا أُضَحِّي عَنْهُ»
হযরত হানশ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হযরত আলী রাঃ কে দেখলাম তিনি দু’টি বকরী কুরবানী করলেন। আমি তাকে বললাম, এটি কি? [আপনার উপরতো একটি আবশ্যক ছিল কিন্তু আপনি দু’টি করলেন কেন?] তিনি বললেন, নিশ্চয় রাসূল সাঃ আমাকে অসিয়ত করেছেন তার পক্ষ থেকে কুরবানী করতে। এ কারণে আমি তার পক্ষ থেকে কুরবানী করছি। {আবু দাউদ, হাদীস নং-২৭৯০}
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
এক্ষেত্রে রাসুলুল্লাহ সাঃ এর নামে এক ভাগ দেয়া যাবে।
তবে সেই ভাগের টাকা কাহারো সম্পূর্ণ দিতে হবে।
ঢালাও ভাবে দেয়া যাবেনা।
(০৩)
তাদের নিয়ত শুদ্ধ করার চেষ্টা চালিয়ে যাবেন।
চেষ্টার পরেও কাজ না হলে এক্ষেত্রে প্রশ্নে উল্লেখিত ছুরতে প্রয়োজনে আপনি খাসি কুরবানী দিবেন।
(০৪)
মানসিক ডাক্তারদের পরামর্শ মেনে চলার পরামর্শ থাকবে।
(০৫)
শুধু এই অজুহাতে জন্মনিয়ন্ত্রণ করলে মাকরুহে তানযিহি তথা অনুত্তম হবে।
তবে কোনো ভাবেই সন্তানের রিযিকের টেনশন ইত্যাদি কারন নিয়ত হিসেবে রাখা যাবেনা।