আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
178 views
in কুরবানী (Slaughtering) by (7 points)
edited by

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। 

প্রশ্ন-

আমার ৪ ভরি স্বর্ণের গয়না আছে যা বিয়েতে পেয়েছি এবং ২০ হাজার টাকা জমা আছে যা আমি ৩-৪ মাস টিউশন থেকে জমিয়েছি। 

উল্লেখ্য যে, আমার স্বামী আমার কোনো প্রকার ভরনপোষণ  দেন না, আর নিজের যাবতীয় খরচ নিজের টাকায় না করে বাবা-মা এর থেকে খরচ করছি(বাবা মা উমরাহ করার জন্য জমাতে বলেছেন)। এমতাবস্থায় আমার উপর কি কুরবানি ওয়াজিব হয়েছে? 

 

1 Answer

0 votes
by (590,550 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
স্বর্ণের বাজারমূল্য এবং বাবাকে ঋণ দেওয়া ৬০ হাজার টাকা মিলিয়ে যদি রূপার নেসাব পরিমাণ হয়ে যায়,তথা ৫২ ভড়ি রূপার সমমূল্য পরিমাণ হয়ে যায়, তাহলে আপনার উপর কুরবানী করা আবশ্যক হবে।
কুরবানীর জন্য গরু জবাই করা আবশ্যক নয়, বরং বকরী, ভেড়া দেয়া দিয়েও কুরবানী করা যায়।

لا بد من اعتبار الغنى، وهو ان يكون فى ملكه مائتا درهم او عشرين دينارا ا وشئ تبلغ قيمته ذلك سوى مسكنه وما يأثث به وكسوته وخادمه وفرسه وسلاحه وما لا يستغنى عنه وهو نصاب صدقة الفطر (بدائع الصنائع-4/196، رد المحتار-9/453، الفتاوى الهندية-5/292)
وأما شرائط الوجوب: منها

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু ৪ ভরি স্বর্ণের গয়না এবং ২০ হাজার টাকা মিলিয়ে রুপার নেসাব পূর্ণ হয়ে যাবে,তাই আপনার উপর এক বৎসর বয়সের একটি বকরি কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (590,550 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 163 views
...