বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হাফসা রা. থেকে বর্ণিত,
عن حفصة- رضى الله عنها- قالت: أربع لم يكن يدعهن النبي- صلى الله عليه وسلم-: صيام عاشوراء، والعشر، وثلاثة أيام من كل شهر والركعتين قبل الغداة . رواه أحمد، والنسائي صحيح سنن أبي داود، صحيح سنن النسائي
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চারটি আমল পরিত্যাগ করেননি। সেগুলো হল: আশুরার সওম, যিল হজের দশ দিনের সওম, প্রত্যেক মাসে তিন দিনের সওম, ও ফযরের পূর্বের দুই রাকাত সালাত।(আহমদ: ৬/২৮৭, আবু দাউদ: ২১০৬, নাসায়ী: ২২৩৬)
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন,
«ما من عبد يصوم يوماً في سبيل الله إلا باعد الله بذلك اليوم وجهه عن النار سبعين خريفاً »
“যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে, একদিনের রোজার বিনিময় তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে সত্তর খারিফ দূরে রাখবে”(বুখারী, ২৮৪০; মুসলিম: ১১৫৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
জ্বিলহজ্ব মাসের প্রথম ৯দিন রোযা রাখা সুন্নত। সুন্নত বিধানের অর্থ হল, রাখলে সওয়াব আর না রাখলে কোনো গোনাহ নয়। সুতরাং আপনি যদি ঐ দিন রোযা না রাখেন, তাহলে আপনার বা আপনার পরিবারের কোনো গোনাহ হবে না। হ্যা, বিনা কারণে সুন্নতে যায়েদা বা নফলকে কে তরক করা অনুচিৎ ও অনুত্তম।