اَلسَلامُ عَلَيْكُم وَرَحْمَةُ اَللهِ وَبَرَكاتُهُ‎
উস্তাদ,
আমি যদি আমার পরিবারের কারো জন্য দু'আ করি বা আমার কোন বন্ধু শুভাকাঙ্ক্ষীর জন্য দু'আ করি এবং জানাই যে আমি তোমার জন্য এই দু'আ আল্লাহর কাছে করেছি।
তাহলে কি তাকে রিয়া হবে? অথবা আল্লাহ তা কবুল করবেন না এমন কিছু?
আমি যদি কারো জন্য কোন দু'আ করি মাঝে মাঝে তা তাকে বলি।
এবং আমার স্বামীর জন্য ও আমি যেই দু'আ করি তা উনাকে বলি,উনার সামনে ও উনার জন্য দু'আ করি। এসব কি রিয়ার অন্তর্ভুক্ত?