ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বাথরুম হল, অপবিত্র ও নাজাসতের স্থান।সুতরাং বাথরুমে দ্বীনি বা দুনিয়াবী কোনো প্রকার লেখাপড়া করা যাবে না। চায় যতই ইমার্জেন্সি হোক না কেন,বাথরুমে কোনো প্রকার লেখাপড়া করা যাবে না।
لما في الشامية ج:١ ص:١٠٩
(قَوْلُهُ: إلَّا حَالَ انْكِشَافٍ إلَخْ) الظَّاهِرُ أَنَّ الْمُرَادَ أَنَّهُ يُسَمِّي قَبْلَ رَفْعِ ثِيَابِهِ إنْ كَانَ فِي غَيْرِ الْمَكَانِ الْمُعَدِّ لِقَضَاءِ الْحَاجَةِ، وَإِلَّا فَقَبْلَ دُخُولِهِ، فَلَوْ نَسِيَ فِيهِمَا سَمَّى بِقَلْبِهِ، وَلَا يُحَرِّكُ لِسَانَهُ تَعْظِيمًا لِاسْمِ اللَّهِ تَعَالَى
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) ওয়াশরুমে জবান দ্বারা কালিমার জিকর করা যাবে না। হ্যা, অন্তরে যিকিরকে জারি রাখা যাবে।
(২)বিনা প্রয়োজনে গায়রে মাহরামের সাথে কথা নাজায়েয। তবে এজন্য আপনার ভাইয়ের ইনকাম হারাম হবে না।
(৩) সুদী লোন তুলে ব্যবসা করলে লাভ হালাল কি না? তা নিয়ে মতপার্থক্য থাকলেও বিশুদ্ধ মতানুযায়ী হাজতগ্রস্তলোকদের ফুকাহায়ে কেরাম রুখসত দিয়ে থাকেন। মেয়ে হিসেবে বিয়ের পূর্বে তো জায়েয।বিয়ের পর বিনা প্রয়োজনে গ্রহণ না করাই উত্তম। তবে পিতার হারাম ইনকামকে কোনো মেয়ে বিয়ের পর গ্রহণ করতে পারবে না।
মেয়ে হিসেবে ঘরের বাইরের ইনকাম না করাই উচিৎ।বিশেষত পর্দার খেলাফ হলে কখনো জায়েয হবে না।