ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বাবার কাছে মিথ্যা বলে ৬হাজার টাকার স্থলে ৮হাজার টাকা নেওয়া জায়েয হবে না। বরং এখনই হয়তো বাবাকে ফিরিয়ে দিতে হবে নতুবা বাবার কাছ থেকে অনুমতি নিতে হবে।
এ ব্যাপারে বিন্নুরী মাদরাসার একটি ফাতাওয়া লক্ষণীয়,
بیٹے یا بیٹی کا والد کی جیب سے بغیر بتائے چوری چھپے پیسے لینا چوری کے زمرے میں آنے کی وجہ سے ناجائز ہے، اسی طرح اسکول کی فیس (مثلاً) ۵۰۰ ہونے کی صورت میں جھوٹ بول کر فیس کی مد میں ہزار روپے لینا بھی جھوٹ اور دھوکا دہی پر مشتمل ہونے کی وجہ سے ناجائز ہے۔ فقط واللہ اعلم
فتوی نمبر : 144010200379
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن