আসসালামু আলাইকুম উস্তাদ। আমি রেজিনের কাজ করি। এটা প্রথম অবস্থায় ঘন আঠালো তরল থাকে, ২৪ ঘন্টা শুকানোর পর শক্ত হয়ে যায়। এটা দিয়ে জুয়েলারি, শোপিস সহ প্রায় অনেক কিছুই বানানো যায়। বর্তমান সময়ে সৌখিন মানুষদের কাছে রেজিনের বানানো আইটেমগুলো বেশ জনপ্রিয়।
রেজিনের আরো একটি বিষয় হচ্ছে বিভিন্ন স্মৃতিময় জিনিস সংরক্ষণ করা। অনেক প্রজাপতির পাখা, পোষা পাখির পালক, স্মৃতিময় কোনো ফুল, সৈকতের বালু থেকে কুড়ানো শামুক ঝিনুক সংরক্ষণ করতে চায় রেজিনে। বিভিন্ন জুয়েলারি, অথবা চাবির রিং, শোপিস ইত্যাদির ভেতরে ওই স্মৃতিময় জিনিসটা এড করে তৈরি করতে চায়।
এখন আমার প্রশ্ন হলো
১)এগুলো এভাবে সংরক্ষণ করা জায়েজ কি?
২) আমি যদি এই সংরক্ষণের কাজগুলো করে দেই তাহলে কি আমি কবিরা গুনাহগার হবো?
৩) আমি যদি এমন কাজ করি,যেটা নাজায়েজ, এবং তার বিনিময়ে টাকা নেই, তাহলে কি তা হারাম টাকা হিসেবে গণ্য হবে?