আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লহি ওয়া বারকাতুহ!
আমাদের দেখানে সলাতের নিষিদ্ধ সময় ৫:০৩ এ
আমি নামাজ শেষ করার পর দেখি নিষিদ্ধ সময় সেকেন্ড অতিক্রম করেছে অর্থাৎ ৫:০৩:৩০ সেকেন্ড , আমার মনে হয় এর ভিতরে আমি তাশাহুদ পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ, এখন সলাত আবার পড়তে হবে? আমি একটি ফাতওয়ায় দেখেছিলাম তাশাহুদ পরিমাণ বৈঠক করলে সলাত আদায় হয়ে যাবে, এখন আমার সলাত কি হয়েছে?