আসসালামু আলাইকুম হুজুর
১।ধরেন অধিকার প্রাপ্ত বউ যদি বলে যাব গা থাকব না( একবারে যাব গা), সংসার করব না মানে আর সংসার করব না,এবার আর আসব না।সম্পর্ক শেষ মানে আর সম্পর্ক নাই।সব এক দিন বলে নাই একেক দিন একেক টা বলছে। বউ জানে না সে অধিকার প্রাপ্ত। আর হাসবেন্ড এর কোন কথায় অধিকার পাইছে তা হাসবেন্ড বউ কেও জানে না।এসব মাসালা জানত না।পরে জানছে।তখন হাসবেন্ড বলছে জাগা।সে তালাকের নিয়তে বলে নাই তাই কিছু হবে না।আর বউ অগুলা যে বলছে নিজের উপর তা...ক এর নিয়তে বলে নাই।তা..ক এরকথা মাথাই ই আসে নাই।আর বউ ত সত্যি যাই নাই।একদিন রেডি হইছিল জাওয়ার জন্য কিন্তু যাই নাই।ওলি উল্লাহ হুজুর বলেছিলেন বউ যাই বলুক নিজের উপর তা..ক এর নিয়তে না বললে কিছু হবে না।আবার ও ওয়াস ওয়াসা আসতেছে আপনি আবার যদি একটু বইলা দিতেন হুজুর।কোন সমস্যা হবে কিনা???
২।মেয়ের হায়েয হইছে বুধবার। মেয়ের পক্ষ থেকে ছেলের কাছে তা..ক চাইছে সোমবার। ছেলে সোমবার ই তা..ক দিছে।এখন সমস্যা হল মেয়ের হায়েয ৩,৪ থাকে তারপর হইত ১ দিন স্রাব হলুদ হই।এখন মেয়ের সন্দেহ হচ্ছে যে হায়েয কি শেষ হইছিল নাকি ছিল।সাদা স্রাব ত খেয়াল করে দেখে নাই।এখন তাইলে কি তালাক হবে নাকি আবার নিতে হবে অই ছেলের কাছ থেকে।ছেলে এখন রাজি নাও হইতে পারে।