আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
69 views
in কুরবানী (Slaughtering) by (3 points)
edited by
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

১.আমরা বাবা-মার বাড়িতে থাকি।আমাদের নিজস্ব কোন বাড়ি নেই।মা- বাবার বাড়িটি পরবর্তীতে মেরাছ অনুযায়ী বন্টন হবে।

এজন্য আমরা টাকা জমিয়ে প্রায় ২০ লক্ষ টাকার একটি জায়গা কিনেছি পরবর্তীতে বাড়ি করার জন্য। এ জমি ক্রয়ের টাকা এখনো পুরোপুরি শোধ হয়নি প্রায় ৫ লক্ষ টাকা ঋন রয়েছে। (জমিটি আমাদের মালিকানায় রয়েছে)  বর্তমানে আমাদের হাতে কোন সম্পদ অবশিষ্ট নেই ঋনসহ এ জমিটি ছাড়া।এ ঋন এখনো আমরা প্রতিমাসে আমাদের মৌলিক প্রয়োজনের অতিরিক্ত টাকা পুরোটায় দিয়ে শোধ করি।

এখন প্রশ্ন হচ্ছে এ অবস্থায় কি আমাদের ওপর কুরবানী ওয়াজিব হবে?

২.অতিরিক্ত বাড়ি বা জমির যাকাত এবং হজ্জের নেসাব কেমন করে হিসাব করবো?সে ক্ষেত্রে যদি এগুলোর (জমি, বাড়ি)মূল্য ধরে হিসাব করি তাহলে  প্রতিবছর যে টাকা যাকাত আসে সে টাকা যাকাত আদায় করলে তো নগদ টাকা থেকে যাকাত দেওয়া  অনেক কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে টাকা জমিয়ে একটি জমি যদি ১০,২০,৩০ লক্ষ টাকায় কেনা হয়,তাহলে প্রতিবছর হাতে থাকা নগদ টাকার নেসাব পূর্ণ হবার পর জমির দাম ধরে ১০ লক্ষ বা তার বেশি টাকার যাকাত দেওয়াটাও কস্টসাধ্য।
(উল্লেখ : জমিটি প্রয়োজনে বা কোন জরুর হলে বিক্রি করার নিয়ত আছে)

1 Answer

0 votes
by (715,680 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কুরবানি দেওয়া ওয়াজিব।কার উপর ওয়াজিব?এ সম্পর্কে ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
مِنْهَا الْيَسَارُ وَهُوَ مَا يَتَعَلَّقُ بِهِ وُجُوبِ صَدَقَةِ الْفِطْرِ دُونَ مَا يَتَعَلَّقُ بِهِ وُجُوبُ الزَّكَاةِ،
এই পরিমাণ ধনবান ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব,যে পরিমাণ ধনসম্পত্তি থাকার কারণে কারো উপর সদকায়ে ফিতর ওয়াজিব হয়।যাকাত ওয়াজিব হওয়ার নেসাব পরিমাণ সম্পত্তির মালিক হওয়া শর্ত নয়।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/২৯২, কিতাবুল-ফাতাওয়া-৪/১৩১)

বিস্তারিত জানুন- https://www.ifatwa.info/1688
মালে নামী(ক্রমবর্ধমান)মালের ব্যখ্যা জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/1434

নিত্যপ্রয়োজনীয় ব্যয়ভার ব্যতীত প্রত্যেক  নেসাব (৭.৫ ভড়ি স্বর্ণ/৫২.৫ ভড়ি রূপা বা রূপার সমমূল্য) পরিমাণ মালের মালিক স্বাধীন মুসলমানের উপর কুরবানি করা ওয়াজিব।এক্ষেত্রে বাড়ন্ত মাল হওয়া শর্ত নয় এবং এক বৎসর অতিবাহিত হওয়াও শর্ত নয়।যেভাবে সদকাতুল ফিতরের নেসাব ঠিক এভাবে কুবানিরও নেসাব। বিস্তারিত জানুন-
https://www.ifatwa.info/1811

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)
যেহেতু আপনারা যেই বাড়ীতে অবস্থান করছেন, সেই বাড়িটি আপাদের নয়।বরং মাতাপিতাই এই বাড়ির মালিক।তাই যে জমিটি আপনারা বাসার জন্য ক্রয় করেছেন, সেটা প্রয়োজন অতিরিক্ত নয়। তাই আপনাদের উপর কুরবানি ওয়াজিব হবে না।

(২)
যাকাত শুধুমাত্র মালে নামীতে ফরয হয়। সুতরাং আপনাদের উপর জমির যাকাত ফরয হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (715,680 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...