https://ifatwa.info/77691/
ওস্তাদ আপনি আমার এই প্রশ্নের উত্তরের রিপ্লাই এ বলেছিলেন, "এই পেইজে যদি ভাইও থাকে, তাহলে প্রয়োজন পর্যন্ত রিপ্লাই দিতে পারবো।বিনা প্রয়োজনে রিপ্লাই দেওয়া বা প্রয়োজন অতিরিক্ত কথা বলা জায়েয হবে না। "
.
উস্তাদ আলহামদুলিল্লাহ ভাইয়ের ব্যবসা বড়, তাই অন্য পেইজের দায়িত্বে থেকে ওনি রিপ্লাই দেন। যে পেইজে আমাকে মডারেটর হিসেবে রাখবেন সেখানে ওনিও এডমিন হিসেবে থাকবেন তবে রিপ্লাই দেওয়ার জন্য সময় টা ওনি দিতে পারবেন না বিধায় আমাকে রিপ্লাই দেওয়ার সম্পূর্ণ দায়িত্বে রাখতে চান। আমার একাই হেন্ডেল করতে হবে।এখন আমার করণীয় কি? আমি যেহেতু পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে চলি,মাহরাম, গায়রে মাহরাম করে চলি, আমি কাস্টোমার দের প্রোডাক্ট সম্পর্কে রিপ্লাই দিলে তা কি আমার পর্দার খেলাফ হবে?
( বলা বাহুল্য আমি এখনও আমার বাবার বাসায় থেকেই পড়াশোনা করছি, আমার হাসবেন্ড আলাদা অফিসিয়াল মেসে থাকেন। তাই এখন আলাদা বাসা নিয়ে একসাথে থাকার দরকার পড়ছে না। তবে আমার পড়াশোনা শেষ হলে ইন শা আল্লাহ একসাথে আলাদা বাসায় থাকার জন্য আমার হাসবেন্ডের একার ইনকামে আলাদা বাসা নিয়ে থাকা সম্ভব হবে না তাই আমি আমার ভাইয়ের মাধ্যমে এই বিজনেসটা করে হাসবেন্ড কে হেল্প করতে চাচ্ছিলাম, কিন্তুু আমি পর্দা নিয়ে কখনো সেক্রিফাইস করবো না, যদি ইসলামে এভাবে নন মাহরাম দের পেইজে প্রোডাক্ট সম্পর্কে রিপ্লাই দিলে পর্দার খেলাফ হয় তাহলে আমি তা অবশ্যই করবো না )