আসসালমুআলাইকুম হুজুর,
১. হুজুর আমার বিয়ের পূর্বে একটা মেয়ের সঙ্গে প্রেম এর সম্পর্ক ছিল, পরিবর্তী তে আমি তাকেই বিয়ে করেছি।
হুজুর বিষয় হলো, বিয়ের পূর্বে যখন প্রেমের সম্পর্ক ছিল , তখন আমি মাঝে মধ্যে রেগে বলতাম ব্রেকআপ, বা বলতাম তোমার সঙ্গে সম্পর্ক নেই , ইত্যাদি কথা বলতাম বিয়ের পূর্বে। বিয়ের পর কখনই এইসব কথা বলিনি । হুজুর বিয়ের পূর্বে এই সব কথা বলার জন্য কি কোনো তালাক হবে?
২. এইখানে প্রশ্ন করতে গিয়ে লিখছিলাম তখন মনে হচ্ছে যেনো সত্যি সত্যি লিখছি, আসলে আমার এটা ওয়াসওয়াসা র জন্য মনে হচ্ছে , এর জন্য তালাক হবে না তো??
৩. হুজুর আমার স্ত্রী একটা পাখি কিনবে দিয়ে বাড়িতে রাখবে তাই বলছে, দিয়ে আমি বলছি পাখি কিসে রাখবা? স্ত্রী বলছে খাচাই রাখবো। তাই বললো , দিয়ে আমি বলছি খাচা না কিনে পাখির পা এ সুতো বেধে দিবা , তাহলে পাখিও যা খুশি করবে , আর তুমিও যা খুশি করে বেড়াবে কোনো সমস্যাই হবে না। এমনি মজা করে কথা টা বলছি। দিয়ে ভয় হয়ে জাই কেনিয়া বাক্য হয়ে গেলো নাকি বলে ভয় হয়ে যাচ্ছে, আমি মনকে বোঝাচ্ছি যে আমি তো নরমালি বলেছি কথাটা। কিন্তু ওয়াসওয়াসা র জন্য মনে মনে আবার এমন ভাবনা হচ্ছে যা বলেছি সত্যি বলেছি এমন ভাবনা হচ্ছে। কিন্তু আসলে আমি নরমালি বলেছি হুজুর। এর জন্য কোনো তালাক হবে না তো?