আসসালামু আলাইকুম।
আস সুন্নাহ ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত হয়ে আমরা বন্ধুরা মিলে একটা ফাউন্ডেশন বানিয়েছিলাম ১.৫ বছর আগে।। এখানের সদস্যরা সবাই মাসিক ১০০ টাকা করে দেয় আর সেই টাকা ফান্ডে জমা হয়। সেই টাকা দিয়ে গরিব ও অসুস্থ ব্যক্তিদের সাহায্য করা,,,মসজিদ ভিত্তিক কুরআন শিক্ষা ফ্রি কোর্স,,,মানুষের কর্মসংস্থানের ব্যাবস্থা করে দেওয়া,,কুইজ প্রতিযোগিতার মাধ্যমে দ্বীনহীন মুসলিমদের দ্বীনের দাওয়াত দেওয়া,, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের আর্থিক সাহায্য করা ইত্যাদি কাজ আমরা করে থাকি আল্লাহর সন্তুষ্টি আর সওয়াব পাওয়ার উদ্দেশ্যে।। আমরা এলাকার বড় আলেম,,মাওলানা দের পরামর্শ নিয়ে এই প্রজেক্ট গুলো করে থাকি।। এই ফাউন্ডেশনের কোনো কার্যালয় বা অফিস নাই,,আলাদা কোনো লাইসেন্সও নাই।।শুধু মাসিক টাকা কালেক্ট করে কাজ করা হয় এই যা। এতোদিন কোনো সমস্যা হয়নি এগুলো নিয়ে,,,কিন্তু আমার আম্মু আব্বু এখন মনে করে আমরা নাকি সবাই জ*গি সংগঠনের সাথে যুক্ত,,জ*গি দের পড়ামর্শে নাকি আমরা চলি,,,ইসলামের সামান্য জ্ঞান নাই তাদের,,ইসলামিক বই কিনলেও তারা ভাবে এই ফাউন্ডেশন থেকে বই দিছে জ*গি বানানোর জন্য,,শুরু থেকে আমি আছি ফাউন্ডেশনের সাথে যুক্ত তাই আমি জানি এই ফাউন্ডেশনে কোনো প্রকার জ*গি বাদের নামগন্ধও নাই।। আমি নিজ টাকায় লাইব্রেরি থেকে যত ইসলামিক বই কিনেছি(সব নামকরা বই যেমন আল্লামা তাকী উসমানির আত্নশুদ্ধি ও তাসাউফসহ অন্যান্য বই যেগুলায় জ*গিবাদের ছিটেফোটাও নাই) সেগুলো সব তারা আমার রুম থেকে গায়েব করে দিছে,,এমন কি আর রাহিকূল মাখতূম,,,শায়খ আহমাদুল্লাহর সকাল সন্ধ্যার যিকিরের বইও রাখে নাই।।
তারা আমাদের এই ফাউন্ডেশনের নামে কোর্টে লিগ্যাল নোটিশ পাঠাবে বলছে এবং কাজ শুরুও করে দিছে,,,এছাড়াও আবু ত্বহা মুহাম্মাদ আদনান ভাই এর টিম আদনান নামের যেই গ্রুপটা আছে যারা মানুষের পাঠানো টাকা দিয়ে গরিবদের সাহায্য করে তাদের নামেও লিগ্যাল নোটিশ পাঠাবে। আব্বু আম্মু নামাজ পড়ে ঠিকই কিন্তু এতোটা ইসলাম বিদ্বেষী আচরন করতেছে যা বলার বাইরে,, পুরাটাই তাদের ইসলাম নিয়ে অজ্ঞতার প্রতিফলন।। বুঝাইতেও পারতেছি না,,জোর করে আমার দাড়িও কাটতে হইছে গতকাল,,খুবি কষ্টে আছি।। কি করব বুঝতেছি না।। একটু পরামর্শ দিয়ে সাহায্য করুন। জাযাকাল্লাহু খাইরান