আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন শব্দ করি। যেমন - গাড়ি ছারছে , লঞ্চ ছাড়ছে, ফ্যান টা একটু ছাড়ো, সিগারেট খাওয়া ছাইড়া দিছি। তারপর যেমন স্ত্রী বললো পানির মটর ছাড়ো । ঊত্তরে কেউ যদি বলে ,সেই কখন ছাইড়া দিছি। স্ত্রী যদি বলে ,তুমি কি সিগারেট খাও অথবা গেমস খেলো এখনো? উত্তরে বললো ,না সেই কবেই তো ছাইড়া দিছি । মানে সিগারেট খাওয়া এবং গেমস খেলা ছাইড়া দিছে। তারপর স্ত্রী যখন রাস্তা পার হতে সাবধান করে উত্তরে সামী যদি বলে , কোন সিগনালের পর কোন সিগনাল ছাড়বে আমি জানি। প্রায়ই এই সমস্ত শব্দ গুলো ব্যবহার করা হয়। এর জন্য কোন সমস্যা হবে ?