আসসালমুআলাইকুম হুজুর,
১. হুজুর ওয়াসওয়াসা গ্রস্ত মানুষ এর তালাক কার্যকর হয়না। কিন্তু ওয়াসওয়াসা গ্রস্ত মানুষ যদি তালাক কথাটা কোনো একটা জায়গাতে লিখে তাহলে কি তালাক হবে? ওয়াসওয়াসা র গ্রস্ত মানুষ যদি তালাক কথা টা লিখে তাহলে কি তালাক হবে?
২. হুজুর সহবাসের সময় স্ত্রী উত্তেজিত হয়ে বলছে , আমাকে পারছ না , তোমার কি পাতলা মেয়ে লাগবে, আমি ও উত্তেজিত হয়ে বলেছি হ্যাঁ। হুজুর সহবাসের সময় উত্তেজিত এমন কথা হয়েছে, অন্য কোনো কারণ ছিল না , এমনি উত্তেজিত হয়ে এমন কথা হয়েছে। এমনি সাধারণ ভাবেই কথা হয়েছে। এর জন্য তালাক হবে না তো? বা বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো?
৩. আমি আমার স্ত্রী র সহবাসের সময় স্ত্রীর বান্ধবী কে নিয়ে খারাপ কথা বলেছি , এর জন্য কোনো তালাক হবে না তো?
৪. হুজুর সহবাসের সময় স্ত্রী কে নিয়ে বাজে কথা, স্ত্রী ও আমাকে নিয়ে বাজে কথা বলেছি। আসলে সিরিয়াস কিছু না উত্তেজিত হয়ে বাজে কথা বলে ফেলি। মাঝে মাঝে কন্ট্রোল হারিয়ে ফেলি দিয়ে মুখ দিয়ে বেরিয়ে জাই, স্ত্রী কে বলে ফেলি তোকে অমুক ছেলে কে দিয়ে করাবো (সেক্স) , বা উত্তেজিত হয়ে বলি তোর বাপ কে দিয়ে করাবো। আমিও তার বান্ধবী কে নিয়ে বাজে কথা বলি। হুজুর এইগুলো শুধুমাত্র উত্তেজিত হয়ে বলেছি। কোনো সিরিয়াস বিষয় না ।
হুজুর এই রকম কথা উত্তেজিত হয়ে বলে ফেলি এর জন্য তালাক হবে না তো? বা লি আন হবে না তো? এমনি সহ বাসের সময় উত্তেজিত হয়ে বলি ফেলি।
৫. হুজুর সহবাসের কথা যদি কোনো বন্ধুর সামনে বলি বা বন্ধু বলে এর জন্য তালাক হবে না তো?
৬. শয়তানের প্রচনাই পড়ে হুজুর কেউ যদি শর্ত তালাক দেয় , এমন ভাবে বলছে যা নিজে কানে শোনাই যাচ্ছে না , খুবই আলতো ভাবে খুবই আস্তে যা নিজে কানে শোনাই যাচ্ছে না বা যায়নি তাহলে কি সর্ত তালাক হবে?
৭. হুজুর আমি যখন এই কথা গুলো লিখছিলাম , তখন মনে মনে এমন হচ্ছে যেনো আমি স্ত্রীর নামে অভিযোগ করছি , , হুজুর শয়তানের ওয়াসওয়াসা র জন্য এমন মনে হচ্ছে, একদম শয়তানের ওয়াসওয়াসা তে এমন মনে হচ্ছে । হুজুর প্রশ্ন করার সময় মনে মনে এমন ভাবনা হওয়ার জন্য কি লি আন হবে? এই ভাবে কি লি আন হয়?