আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আজকে সকালে বাসার সামনে মাজার থেকে একজন লোক এসেছিল আমার আম্মুর কাছে টাকা চায়। এরপর ওনাকে দশ টাকা দিলে উনি আমার আম্মুকে বলে আম্মুর আগে ঘুমের মধ্যে বিপদ হয়েছে।
উল্লেখ্য যে,আম্মু ১২ বছর আগে ঘুমের মধ্যে স্ট্রোক করেছিল। ওনার কথা শুনে বিশ্বাস করে এরপর ঐ লোক বলেন আমাদের সামনে বড় বিপদ রয়েছে কুরআন শরীফ কেনার টাকা না দিলে বড় বিপদ হবে। এজন্য আম্মু আরো একশো টাকা দেয়। এরপর উনি হাতের ছবি দেওয়া এরমধ্যে কিছু আরবি লেখা একটি কাগজ দেয়।বলে এটা দরজায় টানিয়ে রাখলে বিপদ আসবে না।
উল্লেখ্য আম্মু এসব বিষয় ভালো করে বোঝে না এজন্য ওনাকে বিশ্বাস করে কাগজ নিয়ে এসেছে।
আমি জানি এরা কুফুরি কাজ করে। আমার সন্দেহ হচ্ছে ঐ কাগজ কালোজাদু টাইপ কিছু হতে পারে।
এখন ঐ কাগজ ঘর থেকে কিভাবে ফেলে দিবো বা নষ্ট করবো বুঝতে পারছি না।
বর্তমান এ যে ঘরে রয়েছে এর দ্বারা কোন ক্ষতি হচ্ছে কিনা তাও বুঝতে পারছি না।
এখন ঐ কাগজ কিভাবে নষ্ট করতে পারি বা যদি আগুনে পুড়িয়ে ফেলি বা বাহিরে ফেলে দেই কোন সমস্যা হবে কিনা?
একটু জরুরি ভিত্তিতে উত্তর দিলে মুনাসিব হয়, ইং শা আল্লাহ্।
-জাজাকাল্লাহু খায়রন।