আসসালামু আলাইকুম ওয়া রহমুতুল্লাহি ওয়া বারাকা তুহ্ সম্মানিত উস্তাদ,,,
আমার বান্ধুবির কিছু দিন আগে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয়,,,ছেলে বিদেশে থাকে,,, ছেলের বাড়ির লোক ও মেয়ের বাড়ির লোক একত্রে, সবার উপস্থিতিতে,মেয়ের বাড়িতে বিয়ে টা সম্পুর্ন হয় আলহামদুলিল্লাহ,,, বিয়েতে কাজি,উকিল,, সবাই ছিল, ছেলের বাড়ির লোকজনও ছিল, শুধু ছেলে ছিল না,ছেলে,ভিডিও কলের মাধ্যমে সবার সামনে কবুল বলেছে,,এখন কি এদের বিয়েটা হালাল হয়েছে???
এখন যে তারা স্বামী স্রীর মতো করে কথা বলে,, তাদের কথা বলা টা কি জায়েজ হবে??
২০২৪ সালে ছেলে দেশে আসলে আবার বিয়ে হবে ইন শা আল্লাহ,, এতো দিন কি ছেলে টা তার জন্য ননমাহরম থাকবে???