আসসালামু আলাইকুম।একজন বোন প্রশ্ন করেছন। সম্ভব হলে উত্তর জানাবেন প্লিজ।
১)আমাদের শুধুমাত্র বোনদের গ্রুপ আছে।বিভিন্ন বই সেখানে রিডিং পড়ে রেকর্ডিং শেয়ার করা হয়।সেগুলো বোনদের সাথে শেয়ার করার অনুমতি আছে আমাদের। এজন্য কেউ চাইলে সেসব রেকর্ড বোনদের সাথে শেয়ার করতে পারেন। সবাই তো বই কিনে পড়বে না।অন্তত আলোচনা শুনলে কারো প্রয়োজন হলে কিনতে পারবে।না কিনলেও উপকৃত হতে পারবে।
প্রশ্ন হলো আমরা যে বইগুলো থেকে রেকর্ড করে শেয়ার করি তাদের পাবলিকেশনের কি অনুমতি লাগবে?
যদি তাদের অনুমতি লাগে,এবং তারা যদি অনুমতি না দেয় সেক্ষেত্রে আমরা কিভাবে লাইভ বা রেকর্ড গুলো করব?বোনদের কাছে উপকারী জ্ঞান পৌঁছে দিতে চাই আমরা ইনশাআল্লাহ। কিভাবে করব?
বেশ কিছু বইয়ের রেকর্ড আমাদের গ্রুপে আছে।সেগুলো বোনেরা অন্যত্র শেয়ারও করেছেন।এগুলোর উপর আমাদের কন্ট্রোল নেই।অনুমতি যদি না দেয় সেক্ষেত্রে আমরা কি করব?রিমুভ করা তো সম্ভব না কারন সেগুলো অলরেডি শেয়ার হয়েছে অন্যত্র।যা আমরা সব জানিও না।
অনেক পুরাতন বইয়ের, এবং অনেক পাবলিশার্স দের আমরা চিনিও না।তাদের অনুমতি কিভাবে নিব।তাফসীর ইবনে কাসীর নিয়ে রেকর্ড করত হলে কি তাদের অনুমতি নিতে হবে?তাফসীর ইবনে কাসীর তো ওপেন সবার জন্য।এমনকি পিডিএফ ও সর্বত্র এভেইলেবল।
রিসেন্টলি এ বিষয়ক একটা লেখা দেখেছি।এ বিষয়ে জানাবেন প্লিজ এটা ঠিক কিনা।⬇️
https://islamicaudiobook.wordpress.com/
আমাদের করনীয় কি?আমরা বইয়ের পিডিএফ না,যদি ছবি শেয়ার করি,যেমন ড খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের,বা খুঁজু খুঁজু বইয়ের।এজন্য কি অনুমতি লাগবে?আমরা কিভাবে দাওয়াহর কাজটা সুন্দর ভাবে করত পারি ইনশাআল্লাহ?