স্ত্রীর সাথে একদিন ঝগড়া হয়েছিল ।তখন সে তার বাপের বাড়িতে ছিলো । কি নিয়ে ঝগড়া হয়েছিল আমার স্পষ্ট মনে নেই। তখম আমি বাসায় একা ছিলাম ।রাতের বেলায় কষ্টে ও রাগের মাথায় স্ত্রীর জামা কাপড় মাটিতে বিছানায় ফেলে দেই।
সন্দেহ হয় কোনদিন আমি স্ত্রীর জামা কাপড় ছুড়ে মারি বিছানায় ,মাটিতে সেটা মনে নেই। হতে পারে একদিন আমি স্ত্রীর নিজ বাসায় ঝগড়া হয়েছিল সেদিন বলেছিলাম ছেড়ে দিবো । সেদিনই কি রাতে বাসায় কষ্টে ও রাগের মাথায় জামা কাপড় ফেলে দেই নাকি অন্য কোন দিন অন্য বিষয়ে ঝগড়া হয় তারপর জামা কাপড় ফেলে দেই সেটা মনে নেই।
আমার প্রশ্ন হচ্ছে , আমি বাসায় রাগের মাথায় স্ত্রীর জামা কাপড় মাটিতে বিছানায় ফেলে দেই। এর কারনে কোন সমস্যা হবে কিনা?
এখন আমি কি স্ত্রীকে যেই দিন বলেছি ছেড়ে দিবো অইদিনের ঘটনা নাকি অন্য দিনের ঘটনা আমার স্পষ্ট মনে নেই।
যদি অইদিনের ঘটনা হয় ,যেদিন বলেছিলাম ছেড়ে দেবো সেইদিন বাসায় রাতের বেলায় আমি বাসায় একা ছিলাম রাগ করে জামা কাপড় মাটিতে ফেলে দেবার জন্য কোন সমস্যা হবেকি?
আর যদি অন্য কোন দিনের ঘটনা হয় , যে অন্য বিষয়ে ঝগড়া হয়েছে তাই রাগ করে রাতের বেলায় জামা কাপড় ফেলে দিছি তার জন্যেও কোন সমস্যা হবে কিনা?
প্রথমত বলে রাখি, যেদিন স্ত্রীর বাসায় বলেছিলাম ছেড়ে দিবো তার জন্যে ফতুয়া নিয়েছি । সেখানে বলা হয়েছে ভবিষ্যতের দিকে ইংগিত করে বলার কারনে কোন সমস্যা হবে না।
এখানে আমার মূল প্রশ্ন হচ্ছে , বাসায় রাগ করে জামা কাপড় ফেলে দেবার জন্য কোন সমস্যা হবে কিনা?
আজকের উক্ত প্রশ্নে আমাকে দুইজন ফতুয়া দিয়েছেন কোন সমস্যা নেই। আরেকজন মুফতি কাতার ফতুয়া বোর্ডের সম্মানিত বাংলাদেশী শাইখ শেখ ফরিদ সাহেব বলেছেন ", যে ছেড়ে দিবো ভবিষ্যতের দিকে ইংগিত করে বললে তালাক হয়না এটা একদম বিশুদ্ধ মাসায়েল যিনি আপনাকে ফতুয়া দিয়েছেন সঠিক ফতুয়া দিয়েছেন । আর সেইদিন ও যদি আপনি বাড়িতে এসে আপনি কাপড় চোপড় ফেলে দেন তার মাধ্যমেও তালাক হবে না কারন কাজের মাধ্যমে তালাক হয় না। কাজ বলতে ,মারলে ,আঘাত করলে, ভাংচুর করলে তার মাধ্যমেও তালাক হবে না ।"