আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
168 views
in সালাত(Prayer) by (25 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,,
প্রশ্ন :
১/ সতরের অংশ হিসেবে নামাজের ক্ষেত্রে পায়ের  গোড়ালির নিচ থেকে আঙুল পর্যন্ত কি ঢেকে রাখতে হবে? একজনকে পা মোজা পড়ে  নামাজ আদায় করতে দেখছি তখন সে বলছে পায়ের পাতার উপরের অংশও নাকি সতেরর অংশ??
২/ আত্মীয়তার হক আদায়ের ক্ষেত্রে আমার কোন আত্মীয় অধিক হকদার?? আমার আপন নানীর বাড়ির আত্মীয়  নাকি সৎ নানীর বাড়ির আত্মীয়??  নাকি দুই পক্ষের সাথেই আমার সমান ভাবে যোগাযোগ রাখতে হবে??
↔️ আমার আপন নানীর বাড়ির আত্মীয়দের সাথে আমার যোগাযোগ করাটা কঠিন কেননা আমার বাবা এটা পছন্দ করে না। এর আগে আমি প্রশ্ন করেছিলাম আমার মায়ের সাথে যোগাযোগ করার ব্যাপার নিয়ে। তখন উত্তরে বলা হয়েছে গোপনে হলেও ফোনে যোগাযোগ করতে,,, এখন আমি তাই করছি ফোনেই যোগাযোগ করছি,,  কিন্তু আমার আপন নানা -নানী ও খালা তাদের কারো সাথে যোগাযোগ করিনি,, এদের সাথে ও কি যোগাযোগ করতে হবে? আমি যদি সবার সাথে যোগাযোগ করি তাহলে বিষয় টা আর গোপন থাকবে না।।  তো এক্ষেত্রে আমার কি করণীয়??
৩/ সাহু সিজদাহ্ এর মাঝে বৈঠকে আল্লাহুম্মাগফিরলী,  ওয়ারহামনী, ওয়াহদীনি ওয়ারজুকনি এই দোয়াটা কি পড়তে হবে?

৪/ আমি পর্দা করি।  আমি কি ১০ বছরের হিন্দু ছেলে কে প্রাইভেট পড়াতে পারবো?? আর ওর সামনে কি মুখ খোলা রাখা যাবে?

1 Answer

0 votes
by (589,140 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
নামাযে কতটুকু সতর ঢেকে রাখা জরুরী সে সম্পর্কে ফাতাওয়ায়ে হিন্দিয়ায় বর্ণিত রয়েছে,
ستر العورة شرط لصحة الصلاة إذا قدر عليه. كذا في محيط السرخسي.
العورة للرجل من تحت السرة حتى تجاوز ركبتيه فسرته ليست بعورة عند علمائنا الثلاثة وركبته عورة عند علمائنا جميعا هكذا في المحيط.
بدن الحرة عورة إلا وجهها وكفيها وقدميها. كذا في المتون وشعر المرأة ما على رأسها عورة وأما المسترسل ففيه روايتان الأصح أنه عورة. كذا في الخلاصة وهو الصحيح وبه أخذ الفقيه أبو الليث وعليه الفتوى. كذا في معراج الدراية
সতরকে ঢেকে রাখার সামর্থ্য থাকাবস্থায় নামাযে সরতকে ঢেকে রাখা নামায বিশুদ্ধ হওয়ার শর্ত।
(পুরুষের সতরঃ)
নাভীর নিচ থেকে হাটুর নিচ পর্যন্ত।আমাদের বিশিষ্ট তিন উলামা(ইমাম আবু-হানিফা রাহ,ইমাম আবু ইউসুফ রাহ, ইমাম মুহাম্মাদ রাহ,) ত্রয়ের মতে নাভী সতরের অন্তর্ভুক্ত নয়।তবে সর্বসম্মতিক্রমে হাটু সতরের অন্তর্ভুক্ত।(মুহিত)
(মহিলার সতরঃ)
মুখ,কব্জি পর্যন্ত হাত,টাখনু পর্যন্ত পা ব্যতীত আযাদ মহিলার সমস্ত অঙ্গই সতরের অন্তর্ভুক্ত।এবং মাথার চুলও সতরের অন্তর্ভুক্ত। 
ছেড়ে দেওয়া চুলগুলো কি সতরের অন্তর্ভুক্ত? এ সম্পর্কে দু,টি মত পাওয়া যায়।বিশুদ্ধ মতানুসারে ইহাও সতরের অন্তর্ভুক্ত। এবং এটাই ফকিহ আবুল লেইস রাহ এর সিদ্ধান্ত। এটার উপরই ফাতাওয়া। (মে'রাজুদ-দেরায়া) (ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৫৮)--এভাবে বর্ণিত রয়েছে,আল-মুগনি-৩/৭,আল-ইস্তেযকার-২/১৯৭,ফাতাওয়ায়ে ইসলামিয়্যাহ-১/৪২৭ সতর সম্পর্কে আরো জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/572
Fatwa : 142-124/M=02/1441
عورت کو نماز میں دونوں ہتھیلی، دونوں قدم اور چہرہ کو چھوڑ کر تمام بدن کو چھپانا ضروری ہے، اگر عورت اتنا باریک دوپٹہ یا کپڑا پہن کر نماز پڑھتی ہے جس سے بال یا بدن کی رنگت نظر آتی ہے تو ایسے باریک کپڑے میں نماز نہیں ہوتی جب کہ مرد کو صرف ناف سے گھٹنہ تک کا حصہ چھپانا فرض ہے اگر وہ باریک کرتے میں نماز پڑھاتا ہے لیکن ستر کا حصہ بنیان ، لنگی وغیرہ سے چھپا ہوا ہوتا ہے تو نماز ہو جائے گی۔

(২)
গোপনে সবার সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন।যদি গোপন থাকবেনা বলে মনে হয়, তাহলে রুখসত থাকবে যে, শুধুমাত্র তার সাথেই সুসম্পর্ক রাখবেন, যার সাথে সম্পর্ক রাখলে বিষয়টা গোপন থাকবে।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/1577


(৪)
ঐ বালকটির ব্যাপারে বলা যায় যে,সে যদি সবকিছু বুঝে বলে মনে হয়,তাহলে তাকে পড়ানো জায়েয হবে না।
তাফসীরে জ্বালালাইনে বলা হয়,
ﺃَﻭْ اﻟﻄِّﻔْﻞ} ﺑِﻤَﻌْﻨَﻰ اﻷَْﻃْﻔَﺎﻝ {اﻟَّﺬِﻳﻦَ ﻟَﻢْ ﻳَﻈْﻬَﺮُﻭا} ﻳَﻄَّﻠِﻌُﻮا {ﻋَﻠَﻰ ﻋَﻮْﺭَاﺕ اﻟﻨِّﺴَﺎء} ﻟِﻠْﺠِﻤَﺎﻉِ ﻓَﻴَﺠُﻮﺯ ﺃَﻥْ ﻳُﺒْﺪِﻳﻦَ ﻟَﻬُﻢْ ﻣَﺎ ﻋَﺪَا ﻣَﺎ ﺑَﻴْﻦ اﻟﺴُّﺮَّﺓ ﻭَاﻟﺮُّﻛْﺒَﺔ 
যে সমস্ত বালকরা নাবালক,এবং স্ত্রী সহবাস সম্পর্কে জ্ঞাত নয়,তাদের সামনে হাটু থেকে নাভী পর্যন্ত ব্যতীত শরীরের অন্যান্য অঙ্গ প্রকাশ করা নাজায়েয নয়।তবে যারা নাবালক হওয়া সত্ত্বেও স্ত্রী সহবাস বুঝে,তারা সাবালক পুরুষেরই মত।সাবালক পুরুষের সামনে যেভাবে পর্দা করতে হয়,ঠিক তেমনি তাদের সামনেও পর্দা করতে হবে।

যেহেতু সাধারণ প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের মধ্যেই ফিতনা সংগঠিত হয়ে থাকে।তাই শরীয়ত বালিগ ও বালিগা পুরুষ-নারীর জন্য পর্দার বিধান আরোপ করা হয়েছে।যেহেতু ফিতনাই মূল বিবেচ্য বিষয়,তাই মুরাহিক/মুরাহিকা তথা এমন বালক/বালিকা যে,এখনও বালিগ হয়নি,তার সামনেও পর্দা করা ফরয হয়ে যায়।
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/2542


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (589,140 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 186 views
...