আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
170 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (19 points)
আস সালামুয়ালাইকুম। আমি একজন ইসলামিক মেয়ে। আল্লাহ তায়ালার হুকুম মতো সবই পালন করি। সব সময় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আজ ৪ মাস যাবত একটা বিষয় নিয়ে দোয়া করছি। দোয়া কবুলের কোনো সময় বাদ দেই নি। দোয়া কবুলের সকল শর্ত পালন করেছি। কিন্ত কেনো যেনো দোয়া কবুলের কোনো আলামত চোখে পরে না। আগে বিষয়টা (যা নিয়ে দোয়া করছি) প্রতি রাতে স্বপ্নে দেখতাম। কিন্ত এখন স্বপ্নে দেখাও বন্ধ হয়ে গেছে। আমার চারপাশের কতো বেনামাজি বেপর্দা বোনদের দোয়া কবুল হয়ে যাচ্ছে। অথচ ইসলামকে এতো কঠোর ভাবে পালন করার পরও দোয়া কবুল হচ্ছে না। আজকাল এমন মন খারাপ আর হতাশা চলে এসেছে যে দোয়া করার কোনো শক্তি ইচ্ছাহ কোনো কিছুই আর বাকি নেই। আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে। কিন্তু দোয়া করার আর ধৈর্য ধরার শক্তি মরে গেছে। আমার এখন কি করা উচিত? ধৈর্য নিয়ে দোয়া করে যাবো নাকি দোয়া করা ছেড়ে দিবো?
আর দোয়া ইউনুসের আমল কিভাবে করতে হয় একটু জানাবেন!

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আবূ হুরায়রাহ্ (রাঃ)] হতে এ হাদীসটিও বর্ণিত।
عَنْ ابي هريرة قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ أَوْ قَطِيعَةِ رَحِمٍ مَا لَمْ يَسْتَعْجِلْ» . قِيلَ: يَا رَسُولَ اللَّهِ مَا الِاسْتِعْجَالُ؟ قَالَ: يَقُولُ: قَدْ دَعَوْتُ وَقَدْ دَعَوْتُ فَلَمْ أَرَ يُسْتَجَابُ لِي فَيَسْتَحْسِرُ عِنْدَ ذَلِكَ وَيَدَعُ الدُّعاءَ . رَوَاهُ مُسلم
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ বান্দার (প্রতিটি) দু’আ কবূল করা হয়, যে পর্যন্ত না সে গুনাহের কাজের জন্য অথবা আত্মীয়তার বন্ধন ছিন্ন করার জন্য এবং তাড়াহুড়া করে দু’আ করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসূল! তাড়াহুড়া কি? তিনি বললেন, (দু’আ করে) এমনভাবে বলা যে, আমি (এই) দু’আ করেছি। আমি (তার জন্য) দু’আ করেছি। আমার দু’আ তো কবূল হতে দেখছি না। অতঃপর সে নিরাশ হয়ে পড়ে এবং দু’আ করা ছেড়ে দেয়। ( সহীহ : মুসলিম ২৭৩৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৪২৯, সহীহ ইবনু হিব্বান ৮৮১, আল আদাবুল মুফরাদ ৬৫৪, সহীহ আল জামি‘ ৭৭০৫,মিশকাত-২২২৭)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি দু'আ করতেই থাকুন।ইনশা'আল্লাহ আপনার দু'আ অবশ্যই কবুল হবে।

দু'আ ইউনুসের বিশেষ কোনো সংখ্যা নাই। আপনি যত ইচ্ছা কমবেশ পড়তে পারবেন।এতে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...