আসসালামু আ'লাইকুম ওয়া রহমাতুল্লাহ উস্তায একজন বোনের পক্ষ থেকে প্রশ্নটি করছি,
ওনার বর ওনাকে রাগের সময় এরকম কিছু বাক্য বলেন।যেমন রাগ হলো ঝগড়াঝাটি হয়, তখন বলে বসে, বের হয়ে যা বাড়ি থেকে। তোর মতো বউয়ের দরকার নাই। তোকে ডিভোর্স দিবো।
তারপর রাগ করে আপুটি তার বাবার বাড়িতে চলে গেলে,ফোনে ঝগড়াঝাটি হয় তখন আপুকে ভাই তার বাসায় নিতে চাইলে সে যদি বলে যাবোনা তখন দেখা যায় ভাইয়া রাগ করে বলেন,তোর আসা লাগবে না,তোরে তালাক দিব,ডিবোর্স পেপার পাঠাই দাড়া এই ধরনের।নরমালি রাগ করে বের হয়ে যা,বাপের বাড়ি চলে যা, তোর সাথে আর সংসার করবোনা এগুলো ও বলে।একবার মেসেঞ্জার এ ৩ বার লিখে দিয়েছিলেন "যা তোকে ডিবোর্স দিয়ে দিলাম,ডিবোর্স,ডিবোর্স,ডিবোর্স।আবার একবার কথা কাটাকাটি হয়েছে তখন বলেছে,আচ্ছা ঠিকআছে দিয়ে দিব তালাক,দরকার নাই কাগজপত্র পাঠায় দিব এই টাইপের।
ভাইয়াটা আপুকে আর আপুর আম্মুকে একবার বলছিল যে আমি আপনার মেয়েকে শরিয়ত মোতাবেক ১ তালাক দিলাম। কিন্তু তার ১০-১৫ দিন পর ভাইয়া আবার আপুর কাছে যায় তখন আপু বলে "তুমি তো আমাকে তালাক দিয়ে দিয়েছ "তখন ভাইয়া বলে ৩০ দিন না হলে এটা কার্যকর হবে না তখন তাদের মধ্যে আবার সব ঠিক হয়।ওনি বলেন তাকাল যাতে কার্যযকর না হয় তাই ওনি আপুর কাছে আসছেন।
এখন আমার প্রশ্ন হচ্ছে, শরিয়ত মোতাবেক ওনাদের কি তালাক হয়ে গেছে? যদি তালাক হয়ে যায় তাহলে এখন করনীয় কি? ওনাদের একটা ছোট বাচ্চা আছে।ভাইয়া আপু দুজনেই দুজনকে খুব ভালোবাসেন আর ওনারা চান সংসার কর‍তে।তালাক যদি হয়ে গিয়ে থাকে এখন কিভাবে কি করলে ওনাদের সংসার করাটা জায়েজ হবে?প্লিজ একটু দ্রুত জানাবেন উস্তায।