বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﺇِﻧَّﻤَﺎ ﺍﻟْﺨَﻤْﺮُ ﻭَﺍﻟْﻤَﻴْﺴِﺮُ ﻭَﺍﻷَﻧﺼَﺎﺏُ ﻭَﺍﻷَﺯْﻻَﻡُ ﺭِﺟْﺲٌ ﻣِّﻦْ ﻋَﻤَﻞِ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥِ ﻓَﺎﺟْﺘَﻨِﺒُﻮﻩُ ﻟَﻌَﻠَّﻜُﻢْ ﺗُﻔْﻠِﺤُﻮﻥَ
হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ এসব শয়তানের অপবিত্র কার্য বৈ তো নয়। অতএব, এগুলো থেকে বেঁচে থাক-যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও।(সূরা-মায়েদা-৯০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি ৫০০ টাকা বাজি ধরছি ধরে হেরে গেছেন।সেই টাকা যে বা যিনি নিয়েছেন, তার উপর ওয়াজিব তিনি আপনাকে ফিরিয়ে দিবেন।
তারপর আপনি আবার ৫০০ টাকা একই জায়গায় বাজিতে লাগিয়ে জিতে গেছেনন, এখন আপনার নিকট সর্বমোট ১০০০ টাকা রয়েছে। এখানে ঐ ৫০০ টাকা মূলত আপনি তার মালিককে ফিরিয়ে দিবেন।যেহেতু এখানে উভয় বাজি একই ব্যক্তির সাথে হয়েছে, তাই উক্ত ১০০০ টাকার মালিক আপনি।এখান থেকে কাউকে দিতেও হবে না এবং কারো কাছ থেকে ফিরিয়েও আনতে হবে না।
ভবিষ্যতে কখনো আর বাজিতে লিপ্ত হবেন না।