আসসালমুআলাইকুম হুজুর,
হুজুর আমার খুবই ওয়াসওয়াসা , যেকোনো বিষয় নিয়ে চিন্তা হতে থাকে ।
১. হুজুর আমাদের বিয়ের আগে আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল, দিয়ে একদিন আমার স্ত্রীর বান্ধবী যে ফোন করেছিলাম দিয়ে ওই মেয়েটা বলছিলো তোর বইফ্রেন্ড ফোন করেছে। আজকে ওই মেয়েটা কে দেখে তার এই কথা টা মনে পড়ে জাই । দিয়ে স্ত্রী কে বলছি যে একদিন এই মেয়েটা এই কথা বলেছিল।
হুজুর এই হলো সামান্য ঘটনা। তার পর থেকে মনে মনে শুধু মনে হচ্ছে , যা বলেছে ঠিক বলেছে , মনে মনে কেনিয়া বাক্য হয়ে যাচ্ছে , আর শুধু মনে মনে এমন হচ্ছে , যা বলেছে ঠিক বলেছে , আর তালাক নিয়ে বিভিন্ন রকমের কথা মনে মনে হচ্ছে, আর মনে মনে এমন হচ্ছে ঠিক বলেছে। কিন্তু আসলে আমি একটা নরমাল কথা বলেছি। হুজুর সম্পূর্ণ শয়তানের ওয়াসওয়াসা র জন্য এমন মনে হচ্ছে এর জন্য তালাক হবে না তো?
২. মনে মনে এমন হচ্ছিলো ifatwa তে প্রশ্ন করলে তালাক এমন মনে মনে হচ্ছিল হুজুর প্রশ্ন করলাম তালাক হবে না তো? ভবিষ্যত এ প্রশ্ন করলে তালাক হবে না তো?
৩. এই প্রশ্ন তে তালাক শব্দ টা লিখতে গিয়ে বিভিন্ন রকমের কথা মনে মনে হচ্ছে , মনে হচ্ছে ঠিক লিখছি বা মন থেকে লিখছি, এই রকম মনে হচ্ছে, শয়তানের ওয়াসওয়াসা র জন্য এমন মনে হচ্ছে, আসলে আমি এমনি লিখেছি , প্রশ্ন তে বোঝানোর জন্য লিখতে হয়েছে এর জন্য তালাক হবে না তো?
৪. হুজুর আমার খুবই ওয়াসওয়াসা, হুজুর আমার স্ত্রী ফোন করেছে, দিয়ে আমার মা কে ফোন দিতে গিয়ে আঙ্গুলের সঙ্গে স্পর্শ হয়েছে ১ সেকেন্ড মত, হাত এ একদম হালকা করে স্পর্শ করেছে দিয়ে একটু সুস সুরি মত লেগেছে , খুবই সামান্য দিয়ে সঙ্গে সঙ্গে ভয় হয়ে জাই হুরমত নিয়ে, হুজুর আমার লিঙ্গ একটুও খাড়া হয়নি, হুজুর আমার একফোঁটা ও কোনো কাম ভাব ছিল না, অনিচ্ছা কৃত স্পর্শ হয়েছে, তার কিছু ক্ষন পর এমনি লিঙ্গ টা কিট কিট করেছে কিন্তু স্পর্শ এর সময় কিছু হয়নি, আর লিঙ্গ খাড়া ও হয়নি, আমার কোনো কাম ভাব ছিল না , হুজুর শয়তানের ওয়াসওয়াসা র জন্য মনে হচ্ছে , মনে মনে এমন হচ্ছে কাম ভাব আছে, কিন্তু সত্যি বলতে শয়তানের ওয়াসওয়াসা র জন্য এমন মনে হচ্ছে আমার কোনো কাম ভাব ছিল না আর লিঙ্গ ও খাড়া হয়নি। হুজুর এক্ষেত্রে কি হুরমত হবে?
৫. হুজুর স্পর্শের কিছু কিছুক্ষন পর যদি লিঙ্গ খাড়া হয়, তাহলে কি হুরমত হবে? যখন স্পর্শ হয় তখন লিঙ্গ খাড়া হলনা , বা কোনো কাম ভাব ও ছিল না , স্পর্শের কিছুক্ষন পর লিঙ্গ যদি খাড়া হয় তাহলে কি হুরমত হবে?
৬. একদিন স্ত্রীর সঙ্গে গল্পঃ করছিলাম, দিয়ে স্ত্রী অনেক হাসির মজার , আবার কিছু সিরিয়াস কথা বলছিল, দিয়ে আমি মজা করে বললাম , তুমি সত্যি একদম আলাদাই মানুষ, দিয়ে আমার স্ত্রী বলছে পৃথিবীর সব মানুষই আলাদা আলাদা রকমের হয়, আমার খুবই ভয় হয়ে জাই , কেনিয়া হবে বলে। হুজুর এমন কথার দ্বারা কোনো তালাক হবে?
৬.১ হুজুর এইখানে ওই সব কথা গুলো লিখছিলাম তখন মনে হচ্ছে মন থেকে লিখছি, আসলে শয়তানের ওয়াসওয়াসা র জন্য এমন মনে হচ্ছে । আমার ওয়াসওয়াসা আছে। হুজুর এমন মনে হওয়ার জন্য কোনো তালাক হবে না তো? আমার বৈবাহিক সম্পর্ক ঠিক আছে তো?