আসসালামু আলাইকুম। আমি একজন ওয়াসওয়াসা
রুগী । আমার আগের পোস্ট
https://ifatwa.info/72458
১.) ওয়াসওয়াসা রুগী তালাক দিলে তালাক হয় না
তাহলে ওয়াসওয়াসা রুগী যদি আল্লাহর কসম করে বলে
" আল্লাহর কসম আমি আগামী ১ মাসের মধ্যে ওই নাম্বারে ফোন দিব না এবং
কসম করার ২ ঘন্টা পর সেই কসম ভঙ্গ করে ওই নাম্বারে ফোন করে তাহলে তার কাফফারা দিতে হবে ?
১.১) কাফফারা হিসেবে যদি একজনকে ১০ জনের ফিতরার টাকা হিসেবে ১২৫০ টাকা দেয় তাহলে কাফফারাআদায়হবে?
২)কোনো মেয়ে যদি তালাক গ্রহনের অধিকার পায়
এবং এক মুফতির কাছে লেখে-
"আমি তো তালাকের কথা মুখে বলছি এবং লিখছি। মুখে উচ্চারন করে বলায় এবং লিখে তালাক দেওয়ার কারনেও তালাক হবে না? "
(আসলে লিখে তালাক দেয়নি। মিথ্যা বলেছে)
তাহলে প্রশ্ন মুফতির কাছে উপরের কথাগুলো লেখায় তার স্বামী কি তালাক হবে?
৩) ওয়াসওয়াসা রুগীর তালাক হয় না। কিন্ত ওয়াসওয়াসা রুগী যদি এমন কথা লিখে যাতে তালাক হয় কিন্তু তার
তালাক দেওয়ার নিয়ত নাা থাকে। তাহলে কি তালাক হবে?
৪.) তালাক গ্রহনের অধিকার পাওয়া নিয়ে আলোচনা চলছিল স্বামীর সাথে। তখন স্বামী বলছে তোমার যা ইচ্ছে করো। (তার তালাকের অধিকার দেওয়ার নিয়ত ছিল না )
এতে স্ত্রী কি তালাক গ্রহনের অধিকার পাবে?
সারাজীবন এর জন্য নাকি অই মজলিস পর্যন্ত অধিকার থাকবে?