প্রশ্ন ১৫) যদি কেউ তালাক গ্রহনের অধিকার পায়। এবং নিচের লেখাটা শব্দ করে পড়ে ("আমি আমার নিজেকে তালাক প্রদান করিলাম")
তাহলে তার স্বামী তালাক হয়ে যাবে কি?
প্রশ্ন ১৬) বিয়ের দেনমোহর আদায় না করে স্বামী স্ত্রী এক সাথে থাকলে পাপ হবে?
প্রশ্ন ১৭) পান খাওয়ার একটা বিষয় উল্লেখ করা হয় নি। পান খাওয়ার বিষয়ে স্বামী আপনাদের পেইজে একটা পোস্টে লিখছে ,
" পান আমি খাবোই, যার ইচ্ছে হয় থাকবে যার ইচ্ছে হয় চলে যাবে। "
অন্য এক পোস্টে লিখছে,
" আমি পান খাবোই এবং যে থাকতে চায় সে থাকবে, আর যে থাকতে না চায় সে যেন চলে যায়।"
তার এই কথায় কি সারাজীবন এর জন্য তালাক গ্রহনের অধিকার পাওয়া হইছে?
এখন সে আসলে ঠিক কোনটা বলছে তা শিওর না।
প্রশ্ন ১৮) স্বামী যদি এমন কথা বলে যাতে স্ত্রীর তালাক গ্রহনের অধিকার পাওয়া হয়। কিন্ত তার তালাকের গ্রহণের অধিকার দেওয়ার নিয়ত ছিল না। তাহলে কি স্ত্রী তালাক গ্রহনের অধিকার পাবে?যেমনঃ ( তোমার যা ইচ্ছে করো।
যে থাকতে চায় থাকবে আর যে থাকতে চায় না সে যেন চলে যায়।
ভালো লাগলে থাকো না থাকলে যাও।
যার ইচ্ছে থাকবে যার ইচ্ছে চলে যাইবে।)
প্রশ্ন ১৯) যদি আমার কথা বা লেখায় সত্যই তালাকে তাফয়ীজ হয়ে যায়।আর আমি কোন মুফতিকে এ বিষয়ে জিজ্ঞেস না করে স্বামীর সাথে থাকি তাহলে আমার পাপ হবেনা?
প্রশ্ন ২০) তালাকের আলোচনা চলছিল। তখন স্বামী রাগ করে বলছে তোমার যা ইচ্ছে করো। (তার তালাক দেওয়ার নিয়ত ছিল না)
এখন প্রশ্ন স্বামী যে বলছে যা ইচ্ছে করো এতে কি স্বামীর পক্ষ থেকে কেনায়া বা অন্যকোন তালাক হবে?